‘প্রধান’, ‘খাদান’ ছবির পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব এবং অনির্বাণ চক্রবর্তীকে। লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিংয়ের ফাঁকেই ফাঁস হল অনির্বাণের নতুন লুক। ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? কোন লুকেই বা ধরা দিতে চলেছেন একেনবাবু?
আগামী কয়েকদিনে লন্ডন থেকে একাধিক ছবি পোস্ট করেছেন দেব। কখনও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন কখনও আবার শ্যুটিংয়ের ফাঁকে করেছেন ফটোশুট। মাঝে মাঝে আবার চলছে আসন্ন ছবি ‘ধূমকেতু’- র প্রচারও।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবিতে কারা অভিনয় করছেন একথা আগে থেকে জানা গেলেও এতদিন জানা ছিল না ছবিতে অভিনয় করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তীও। কিন্তু শুক্রবারই হঠাৎ এক বাঙালি অনুরাগীর পোস্ট করা ছবি দেখে পরিষ্কার হয়ে গেল ‘প্রজাপতি ২’ ছবিতে অনির্বাণের উপস্থিতির কথা।
বাঙালি অনুরাগীর তোলা ছবি দেখে যেটুকু বোঝা গিয়েছে তা হল ছবিতে একজন হোটেল কর্মীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ। ছবিটি ভালো করে দেখলে বোঝা যাবে অনির্বাণের চরিত্রের নাম হতে চলেছে শাকিবুল। সুদূর বিদেশে বাঙালি ভক্তের আবদার মেটাতে শুধু অনির্বাণ নয়, সেলফি তুলেছেন দেবও।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
এতদিন শুধু দেব এবং মিঠুনের যুগলবন্দির কথা সকলের মুখে মুখে ঘুরছিল, এবার ছবিতে অনির্বাণের উপস্থিতির কথা জানতে পেরে আহ্লাদে আটখানা হয়েছেন দর্শকরা। তবে ছবিতে কমেডি চরিত্রে নাকি সিরিয়াস চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ, সেটা এখনও বোঝা যায়নি।
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছবিতে দেব এবং মিঠুন বাবা ছেলের ভূমিকা অভিনয় করেছিলেন, যা দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। ছবিতে বিশেষ ভূমিকাই অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য, মমতাশংকর, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়।