প্রধানমন্ত্রী যে কেবল একজন দক্ষ রাষ্ট্রনেতা সেটাই নয়। তিনি একজন দক্ষ লেখকও বটে। তাঁর লেখা বহু পুরনো একটি গান নতুন ভাবে গেয়ে রেকর্ড করলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ধ্বনি ভানুশালি। সেটারই এক ঝলক এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নরেন্দ্র মোদী। এই গরবা গানটির একটা ছোট্ট টুকরো এক্সে, মানে টুইটারে এদিন পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি সেই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন ধ্বনি ভানুশালিকে।
প্রধানমন্ত্রী কী লিখেছেন তাঁর পোস্টে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁর টুইটারে একটি পোস্ট করে লেখেন, 'অনেক ধন্যবাদ ধ্বনি ভানুশালি, তনিশক বাগচী এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগল গরবার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম সেটা আপনারা দারুণ ভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি, কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গরবা লিখেছি। নবরাত্রির সময় সেটা শেয়ার করব।'
আরও পড়ুন: জওয়ানের নবজীবন লাভ! জাতীয় চলচ্চিত্র দিবসে রেকর্ড ভেঙে মোট কত আয় করল শাহরুখের ছবি?
আরও পড়ুন: স্ক্রিপ্ট পেলেও ছবিতে না দেবের! জিতের সঙ্গে কাজ করতে কোথায় আটকাচ্ছে 'বাঘা যতীন'-এর?