এর আগেও জড়িয়েছেন একাধিক সম্পর্কে, তবে শেষ পর্যন্ত শার্লি মোদককেই বিয়ে করেন টেলি অভিনেতা অভিষেক বসু। সদ্যই সই সাবুদ করে নতুন জীবন শুরু করেছেন অভিষেক বসু এবং শার্লি মোদক। বিয়ের পর মধুচন্দ্রিমাতেও গিয়েছেন তাঁরা।
তবে শার্লিই অভিষেকের প্রথম প্রেম নয়, এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বসু। তবে সে সব সম্পর্কই ভেঙে গিয়েছে তাঁর। তবে শেষ পর্যন্ত ‘খলনায়িকা’কেই বাস্তবে বিয়েটা করেছেন 'ফুলকি'র নায়ক। এরপর প্রাক্তনদের নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক বসু।
Tollyfactz News-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেককে বলতে শোনা যায় ‘আমার যদি ইমেজের এতটুকু ভয় থাকত, আমি এত বোল্ড সিদ্ধান্ত নিতে পারতাম না। আমাকে আমার পাস্ট রিলেশনশিপে শুনতে হয়েছে যে, রিলেশনশিপটা ফালতু টানতে হচ্ছে কারণ সোশ্যল মিডিয়া থেকে সকলে জেনে গেছে। হয়ত আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তখন আমায় শুনতে বলেছে যে মিডিয়াকে জানিয়ে দেব। তবে আমার যেটা ওর (শার্লি) বিষয়ে সবথেকে ভালো লাগে, ও ১০০ শতাংশ জেনুইন।’ প্রাক্তনদের খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘তুমি আমার পাস্ট কোনও ট্রমা জানো, সেজন্য সেটাকে সময়ে সময়ে অস্ত্রের মতো ব্যবহার করতে পারো না।’
এদিকে অভিষেককে বিয়ে করা নিয়ে শার্লি বলেন, ‘আমাকে অনেক দিন ধরে অনেক খারাপ কথা শুনতে হয়েছিল। আমি অভিষেককে বিয়েও করেছি এই কারণে, ওই একটা মাত্র মানুষ আমাকে সাপোর্ট করে গিয়েছিল।’ প্রসঙ্গক্রমে অভিষেক বলেন, ‘তখন আমরা দুজনেই পুরোপুরি ভেঙে পড়েছি।’ শার্লি বলেন, ‘তখন আমরা দুজনেই সিঙ্গল, এমন অবস্থা রিলেশনশিপ নিয়ে ট্রমা হয়ে গেছে যে আর জড়াব না কোনও সম্পর্কে। তবে আমার মনে হয়েছে ও আর আমি সবদিক থেকে একই। সেটা খারাপ হোক বা ভালো। তবে আমার সম্পর্কের শুরুতে, এমন কিছু ঘটনা ঘটানো হয়েছিল যে মনে হবে ও (অভিষেক) খারাপ।’ অভিষেক বলেন, ‘এমন কিছু ঘটানো হয়েছিল, আমাকেও বিশ্বাস করানো হয়েছিল যে আমিই খরাপ।’
প্রসঙ্গত শার্লি মোদকের সঙ্গে সম্পর্ক তৈরির আগে দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। ২০২০তে সেই তাঁদের প্রেমের কথা জানা গিয়েছিল, ২০২১-এ তাঁদের ব্রেক আপের খবর মেলে। এরপর অভিষেক সুরভি মল্লিকের প্রেমে পড়েন। ব্রেক-আপের তিন মাসের মধ্যেই সুরভির সঙ্গে সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলেছিলেন নায়ক। এই সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা ছিলেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক ভাঙার খবর।
অন্যদিকে, 'ভাগ্যলক্ষ্মী' খ্যাত নায়িকা শার্লি মোদকেরও এটা প্রথম প্রেম নয়। এর আগে তিনি মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে ২০২৩ সাল নাগাদ প্রথম তাঁদের সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্যে আসে।