Preity Zinta: হিমাচল প্রদেশে বরের সঙ্গে প্রীতি, দলাই লামার থেকে পেলেন কীসের পাঠ Updated: 23 May 2023, 04:10 PM IST Priyanka Bose স্বামী জেনে গুডেনাফের সঙ্গে হিমাচল প্রদেশে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। ধর্মশালায় গিয়ে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন তাঁরা। বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিউডের ডিম্পল গার্ল।