রবীন্দ্রসঙ্গীত বা মাটির গান সব কিছুতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গান তাঁর প্রাণ। এই গানের সুবাদেই তিনি ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। তাছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক পুরস্কার। একক সঙ্গীত তো বটেই তাছাড়াও বহু ছবিতে প্লে-ব্যাক করেছেন তিনি। এছাড়াও তাঁকে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল। তবে সেটাই প্রথমবার নয়, তার আগের সিজনে মেন্টর হিসেবে ছিলেন তিনি। ফলে সব মিলিয়ে অনেকেই ধারণা তৈরি হয়েছে, গায়িকার কাছে গান শিখলে হয়তো রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তে সুযোগ পাওয়া যাবে। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন ইমন।
আরও পড়ুন: 'আজকের প্রজন্মের মন…', দেব-শুভশ্রীর 'ধূমকেতু' সাফল্য প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তর একটি পডকাস্টে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন। গায়িকাকে বলতে শোনা যায়, ‘আমার কাছে অনেকে গান শিখতে আসেন, তাঁরা খুবই বিশ্বাস নিয়ে আমার কাছে আসেন। তাঁরা ভাবেন, আমার কাছে আসলেই ‘সা রে গা মা পা’তে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তাঁরা গানটা শেখেন, আর বোঝেন যে এখানে তো এটা হবে না, তখন দেখি তাঁরা আসা বন্ধ করে দেয়।’
তিনি আরও বলেন, ‘একটা সময়ের পরে তাঁদের আমরা আর দেখতে পাইনা কিন্তু তাতে আমার কোনও দুঃখ নেই। আর আমি তো মূলত রবীন্দ্রনাথের গান ও লোকগান শেখাই। সে ক্ষেত্রে খুবই তাঁরা আহত হন। তাঁদের থেকে বেশি আহত হন তাঁদের বাবা-মা। তাঁরা ভাবেন, ’ইস এখানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম 'সা রে গা মা পা'তে সুযোগ পাবে। কিন্তু সেটা তো হলই না। সেই দুঃখ তাঁদের খুব হয়।'
আরও পড়ুন: তেরঙা পোশাকে তৃণা! জাতীয় পতাকা হাতে দেব-নুসরত, দেখে নিন টলিপাড়ার স্বাধীনতা দিবস উদযাপন
প্রসঙ্গত, আর কিছু দিনের মধ্যেই ফের জি বাংলার পর্দায় সা রে গা মা পা শুরু হতে চলেছে। জানা গিয়েছে শারদীয়ায় দুর্গা পুজোর পাশাপাশি সা রে গা মা পা নিয়েও বাঙালিকে মাতাতে প্রস্তুত সা রে গা মা পা। তবে এবার সেখানে ইমন চক্রবর্তী দেখা যাবে কিনা। বা দেখা গেলেও কোন ভূমিকায় দেখা যাবে তা এখনও জানা যায়নি। বর্তমানে এই শোয়ের অডিশন পর্ব চলছে জেলায় জেলায়। সেখান থেকেই প্রতিভাদের নিয়ে আসা হবে মূল মঞ্চে। সেখানে হবে গ্র্যান্ড অডিশন, তারপর শুরু হবে মূল অনুষ্ঠান।