এই মুহূর্তে নতুন বাড়ির নির্মাণ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন রণবীর ও আলিয়া। এখনও বাড়িটির কিছু অংশের কাজ বাকি, শেষ হলেই গৃহপ্রবেশ করবেন তারকা দম্পতি। কিন্তু এর মধ্যেই আচমকা একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে বাড়িটির কিছু অংশ সমাজ মাধ্যমের পাতায় ধরা দেয়।
ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, আলিয়া এবং রণবীর নতুন বাড়ির নির্মাণ নিয়ে কথা বলছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই রেগে লাল হয়ে যান আলিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন,‘আমি জানি যে মুম্বইয়ের মতো শহরে জায়গা খুব সীমাবদ্ধ। কখনও আপনার বাড়ির জানলা থেকে, সামনের বাড়ির ভিতর দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের ব্যাক্তিগত ব্যাপার এইভাবে ভিডিয়ো করে সেটা অনলাইনে ছড়িয়ে দেবেন। আমাদের বাড়ির একটি ভিডিয়ো, যা এখনও নির্মীয়মান, তা রেকর্ড করে একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। আমাদের অনুমতি না নিয়েই।’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
আলিয়া আরও লেখেন, ‘এটি স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘন এবং একটি গুরুতর সুরক্ষা সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত স্পেসের ভিডিয়ো করা বা ছবি তোলা কখনও কনটেন্ট হতে পারে না, এটি নিয়ম লঙ্ঘন। এটি কখনওই স্বাভাবিক হতে পারে না।’