ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-এর প্রতিযোগী আরমান মালিক আবারও খবরের শিরোনামে। এমনিতেই আরমানের প্রথম স্ত্রী পায়েলের কালীর সাজে ভিডিয়ো শ্যুট করার পর, নানা ধরনের জটিলটা তৈরি হয়। এখানেই শেষ নয়, গত সপ্তাহে আরমান ও তাঁর দুই স্ত্রী-র নামে এফআইআরও করা হয়, বহুবিবাহ প্রচার, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে। তবে এসবের মাঝেই এল গুড নিউজ।
জল্পনা ছিল আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা নাকি মা হতে চলেছেন। তবে খবর এল, কৃতিকা নয়, চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেন পায়েল। কৃতিকা নিজেই ইনস্টাগ্রামে এই খবরটি পোস্ট করে সকলকে জানালেন ‘সতীনের’ মা হতে চলার সংবাদ।
ভ্লগের মাধ্যমে দিলেন প্রেগন্যান্সিতে সিলমোহর:
পায়েল, যিনি ইতিমধ্যেই তিন সন্তানের মা - চিরায়ু এবং তাদের যমজ সন্তান, আয়ান এবং তুবার - তার সর্বশেষ ভ্লগে জানিয়েছেন যে, তিনি আবারও মাতৃত্বের আনন্দ অনুভব করতে প্রস্তুত। কৃতিকার পোস্টগুলি কয়েক সপ্তাহ ধরে বিভ্রান্তির সৃষ্টি করেছিল, যা ভক্তদের ভাবিয়ে তুলেছিল যে তিনি কি দ্বিতীয়বার গর্ভবতী?
পায়েল জানান যে, যমজ দুই সন্তানের জন্ম হয়েছে আইভিএফের মাধ্যমে। তাও একাধিকবার আইভিএফ ব্যর্থ হওয়ার পর, ২০২২ সালে মাতৃত্বের স্বাদ পান তিনি। তবে এবার যে সন্তান তাঁর গর্ভে এসেছে, তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এমনকী, আরমানকে বলতে শোনা যায়, পায়েলের মাত্র একটি ফেলোপিয়ান টিউব। আর তা দিয়েই গর্ভে এসেছে সন্তান।
পায়েল বলেন, ‘এটা সত্যিই অলৌকিক! বিয়ের চার বছর পর চিকু হয়েছিল। কারণ একটা ফেলোপিয়ান টিউব ছিল না। আমি যে বাচ্চার সুখ পাইনি, তা আমি আইভিএফের মাধ্যমে করিয়েছি। প্রথমবার আইভিএফ ফেইল হয়, পরেরবারও। পঞ্চমবারে এসে সন্তান হয়।’
আরমান মালিকের বিয়ে
আরমান মালিক ২০১১ সালে পায়েলকে বিয়ে করেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে: চিরায়ু এবং তাদের যমজ সন্তান, আয়ান এবং তুবা। ২০১৮ সালে, তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই, পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন এবং তাদের জায়েদ নামে একটি ছেলে হয়। ২০২৪ সালে বিগ বস ওটিটি ৩-তে এই তিন জন একসঙ্গে ভাগ নিয়েছিলেন।