বাংলা নিউজ > বায়োস্কোপ > Paris Fashion Week: বিরাট বড় পশমের বল পরে রানওয়েতে হোঁচট খেল মডেল! কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা
পরবর্তী খবর
Paris Fashion Week: বিরাট বড় পশমের বল পরে রানওয়েতে হোঁচট খেল মডেল! কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা
1 মিনিটে পড়ুন Updated: 02 Oct 2023, 10:50 AM ISTPriyanka Bose
Paris Fashion Week: সম্প্রতি প্যারিস ফ্য়াশন উইক থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একটি বিশাল পশম বল পরিহিত একজন মডেল রানওয়েতে হোঁচট খাচ্ছেন, দেখুন ভিডিয়ো-
প্যারিস ফ্যাশন উইকে একের পর এক চমক রাখছেন তারকা ফ্য়াশন ডিজাইনাররা। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই হাই প্রোফাইল ইভেন্ট। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আন্তর্জাতিক ডিজাইনাররা এই মর্যাদাপূর্ণ ইভেন্টের রানওয়েতে নিজেদের ডিজাইন করা পোশাক কালেকশন তুলে ধরছেন। এটি এমন একটি মঞ্চও যেখানে অবিস্মরণীয় ভাইরাল মুহুর্তগুলির দেখা যায়।
সম্প্রতি প্যারিস ফ্য়াশন উইক থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একটি বিশাল পশম বল পরিহিত একজন মডেল রানওয়েতে হোঁচট খেয়েছেন, তাই দেখা গিয়েছে ভিডিয়োতে। ঘটনাটি আমেরিকান ক্যাথেড্রালে ক্রিশ্চিয়ান কাওয়ানের রেডি টু ওয়্যার স্প্রিং সামার ২০২৪ শোতে। ডায়েট প্রাদা এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছে। আরও পড়ুন: প্যারিস ফ্যাশন উইকে চমকে দিলেন ঐশ্বর্য! ট্রোলও হতে হল তাঁকে, কেন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিশাল কালো পশমের বলের পোশাক পরা মডেল রানওয়েতে ছুটে চলেছেন। একেবারে শুরুতেই তাঁকে দিশেহারা অবস্থায় দেখা যাচ্ছে। প্রথমে, তিনি গায়ক স্যাম স্মিথের সঙ্গে ছুটে যান, যিনি র্যাম্পে লাইভ পারফর্ম করছিলেন। স্মিথ তাঁকে হাত দিয়ে দূরে ঠেলে দেয়। অ্যাডভেঞ্চার সেখানেই শেষ হয়নি। এরপর দর্শকাসনে থাকা প্রথম সারির সকলের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। শেষ পর্যন্ত ক্রুরা তাঁকে এসে উদ্ধার করে।