বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeti-Raghav: রাঘব বিবাহিত কিনা জানতেনই না পরিণীতি! প্রথম দেখার পর গুগল থেকে কী কী তথ্য জেনেছিলেন?
পরবর্তী খবর
Parineeti-Raghav: রাঘব বিবাহিত কিনা জানতেনই না পরিণীতি! প্রথম দেখার পর গুগল থেকে কী কী তথ্য জেনেছিলেন?
1 মিনিটে পড়ুন Updated: 04 Feb 2024, 12:22 AM ISTSubhasmita Kanji
Parineeti-Raghav: প্রথম দেখার পর রাঘবের বিষয়ে গুগল থেকে তথ্য জেনেছিলেন পরিণীতি! কিন্তু কেন? এতদিনের বন্ধুর বিষয়ে কী অজানা ছিল তাঁর?
রাঘব বিবাহিত কিনা জানতেনই না পরিণীতি!
অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। বিয়ের পরই তিনি এই বড় সিদ্ধান্তটি নিয়েছেন। এবার তিনি তাঁর এবং রাঘবের সম্পর্কের বিষয়ে একটি অজানা এবং বড় তথ্য প্রকাশ্যে আনলেন। আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
রাঘবকে নিয়ে কী বললেন পরিণীতি?
এদিন পরিণীতি চোপড়া জানান তিনি এবং রাঘব চাড্ডা প্রথমবার লন্ডনে দেখা করেছিলেন। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে এই বিষয়ে পরিণীতির বক্তব্য তুলে ধরে জানানো হয়, 'খুব ভোর ভোর আমরা ব্রেকফাস্টের সময় দেখা করেছিলাম। দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, আমার মনে আছে। আমরা আধ ঘণ্টা মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনও তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা পলিটিক্স ফলো করি না।'
এরপর তিনি আরও জানিয়ে বলেন, 'ওর ব্যক্তিগত বিষয়ে কোনও তথ্যই প্রায় আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, এর জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গল ছিল, আমাদের কথাও শুরু হয়।'
পরিণীতি চোপড়া বলিউডের অতি চেনা মুখ। তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। অল্প সময়ে নিজের জায়গা বানিয়েছেন এই দুনিয়ায়। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। বউয়ের প্রথম শোয়ের পর রাঘব তাঁর প্রশংসা করেছিলেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন।