করওয়া চৌথ বলে কথা। প্রতিটি স্ত্রীয়ের জন্যই এই দিনটি খুব স্পেশাল। তাই অভিনেতা পরিণীতি চোপড়া এই উৎসব পালনের জন্য দিল্লিতে রয়েছেন। আর রবিবার রাজনীতিবিদ-স্বামী রাঘব চাড্ডার জন্য উপবাস করবেন তিনি৷ পরিণীতি শুধুমাত্র নিজের দিল্লির বাড়িকে লাইট দিয়ে সুসজ্জিতই করেননি। উত্সবের আমেজকে আরও উপভোগ করতে নিজের হাতে একেছেন মেহেন্দিও। এটি পরিণীতির করোয়া চৌথ উদযাপনের দ্বিতীয় বছর । তিনি এবং রাঘব ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন।
পরিণীতি চোপড়ার মেহেন্দি সুন্দর এবং সহজ
শনিবার, অভিনেত্রী তাঁর মিনিমাল মেহেন্দির একাধিক ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন। পাশাপাশি উত্সবের আগের মুহূর্তে তুলেছেন নিজের প্রিয় স্বামীর একটি ছবি, সেটিও সেখানে শেয়ার করেন তিনি।
আর পাঁচজনের মতো ভারি, হাত ভর্তি ডিজাইন থেকে সরে গিয়ে পরিনীতি বেছে নেন এক অন্যরকম মেহেন্দির ডিজাইন, যা নজর কেড়েছে সকলের। এতে কেবল স্ট্রিং সহ দুটি বিশাল হার্ট আঁকা রয়েছে। পরিণীতি তাঁর এবং রাঘবের বাড়ির বাইরের সাজসজ্জার একটি ঝলকও শেয়ার করেন। বাড়ির সামনের অংশটি হলুদ স্ট্রিং লাইটে আচ্ছাদিত। এছাড়াও তিনি তাঁর করওয়া চৌথ ২০২৪ এর উপবাস শুরু করার কয়েক ঘন্টা আগে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তিনি রকিং চেয়ারে বসেছিলেন।
পরিণীতির মেহেন্দি ডিজাইন কিন্তু পছন্দ হয়েছে অনেকেরই। শেষ মুহূর্তে কোনও ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া এই ডিজাইন হাতে এঁকে নেওয়া যেতেই পারে।
করওয়া চৌথ কী?
করওয়া চৌথ পালন করেন সারা বিশ্বের হিন্দু মহিলারা। বিশেষ করে অবাঙালি হিন্দু মহিলাদের কাছে এটি একটি বড় উৎসব। প্রতিবছর স্বামীর দীর্ঘায়ু কামনা করে সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস করেন মহিলারা। চন্দ্রোদয় হওয়ার পর স্বামীর হাতে জল খেয়ে তবেই উপবাস ভঙ্গ করেন স্ত্রী। এই অনুষ্ঠানে প্রত্যেক নারী নিজেদের সাজিয়ে তোলেন অনন্যভাবে। নতুন শাড়ি, নতুন গয়না সবটাই থাকে নতুন। করওয়া চৌথের দিন বিবাহিত মহিলাদের পুজোর থালায় মেহেন্দি, সিঁদুর, চুড়ি, টিপ, পায়ের আংটি, চাল, প্রদীপ, ফল, ফুল, বাতাসা, বিয়ের চুনরি এবং জল ভর্তি কলসি থাকে। এই বছর ২০ অক্টোবর পালিত হবে করওয়া চৌথ।