গত বছর নভেম্বরে টলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলারের তালিকায় থেকে নাম বাদ যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। ৪২ বছর বয়সী তারকা ঘর বাঁধেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, পিয়া চক্রবর্তীর সঙ্গে। সেই বিয়ে নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। ‘বউ চোর’ কটাক্ষও পেতে হয়েছে পরমব্রতকে। অনুপমের তৃতীয় বিয়ের পর সেই বিতর্কের রেশ খানিক কমেছে। আরও পড়ুন-‘ইদে নিজের হাতে বিরিয়ানি রাঁধব’, যশ-ইশানকে নিয়ে আর কী পরিকল্পনা নুসরতের?
নিজের দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না পরমব্রত। তবে পড়শি দেশে গিয়ে বদল পরমের ভাবনায়। ইদের ঠিক আগে পিয়ার হাত ধরে বাংলাদেশে গিয়েছিলেন পরমব্রত। সেখানকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবনের খুঁটিনাটি ফাঁস করেছেন অভিনেতা। পরমব্রত জানান পিয়াকে বিয়ের পর গত চার মাসে কী কী বদল এসেছে তাঁর জীবনে, একইসঙ্গে বলেন পিয়ার হাতের রান্না খেতে তিনি মোটেই ভালোবাসেন না, কারণ পিয়া ভালো রান্না করতে পারেন না!
পরমব্রতর কাজে বাংলাদেশি মিডিয়া জানতে চেয়েছিল, বিয়ের পরের জীবনে কী বদল এল? অভিনেতা বলেন, ‘আমি তো একটু বেশি বয়সে বিয়ে করেছি। এতদিন তো আমার সঙ্গে কেউ ছিল না। আমি তো পুরোটাই স্বাবলম্বী, নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখি। গতকাল থেকে আমার এয়ারপড খুঁজে পাচ্ছিলাম। ….. আজ বউ আমাকে বলল ওগুলো তো তাঁর ব্যাগে। পিয়া বলল, ‘কাল আমাকে তুমি রাখতে দিয়েছিলে’। তখন বুঝলাম এটা আমার রিফ্লেক্সেই কাজ করছে না, যে আমার সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায়। এটা আস্তে আস্তে বসছে’।