শীঘ্রই পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর সংসার আরও ভরাট হতে চলেছে। বাড়তে চলেছে সদস্য সংখ্যা। তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ট হবে শীঘ্রই কিন্তু তার আগেই হারিয়ে গিয়েছিল তাদের বাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য, বাঘা। এদিন সে ফিরেও এসেছে। কিন্তু কে সে?
কী ঘটেছে?
শুক্রবার রাতে আচমকাই হারিয়ে গিয়েছিল পরমব্রত এবং পিয়ার সংসারের এক গুরুত্বপূর্ণ সদস্য, তাঁদের আদরের পোষ্য বাঘা। এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন খোদ অভিনেতা। তারপর থেকেই তাঁদের মতোই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের অনুরাগীরাও। কিন্তু দিন ঘোরার আগেই বাঘা বাড়ি ফিরে এসেছে। আর সেই কথা এদিন খোদ পিয়া চক্রবর্তী জানিয়েছেন।
পিয়া চক্রবর্তী এদিন তাঁর ইনস্টাগ্রামে বাঘার ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাদা কালো ছাপা ছাপা একটি বিড়াল মাটিতে বসে আছে। এই ছবিটি পোস্ট করে লেখেন, 'হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া।'

কী জানিয়েছিলেন পরমব্রত?
পরমব্রত বাঘার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার হারিয়ে যাওয়ার বিষয়ে লিখেছিলেন, 'আজ বিকেল থেকে আমাদের পোষ্য বাঘা হারিয়ে গিয়েছে। যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, যাদবপুর থানা, ঢাকুরিয়ার সেলিপুর এলাকা… আপনারা যদি ওর মতো বেড়াল দেখতে পান, তাহলে ৯৮৩৬৬১১৪২৮ নম্বরে জানান দয়া করে। যার বিড়লের মা-বাবা, তাঁরা জানবেন এটা আমাদের জন্য কতটা কষ্টের। তাই আপনাদের অনুগ্রহ ও সাহায্য খুব দরকার।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর সন্তান শীঘ্রই এলেও তাঁদের কিন্তু একাধিক চারপেয়ে সন্তান আছে। বাঘা আর নীনাকে নিয়ে তাঁদের দারুণ সময় কাটে। দুই চারপেয়ে সন্তানের সঙ্গে মাঝেমধ্যেই ছবি ভাগ করতে দিয়ে যায় অভিনেতাকে। এমনকি তাঁরা যখন তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেন সেই সময়ও লিখেছিলেন, 'ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দুই পোষ্যের ছবি দিয়ে ৪টি লাইনে লিখেছেন, ১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ।'
আরও পড়ুন: একদিন শ্যুট করেও 'চলতে চলতে' থেকে দেওয়া হয় বাদ! ঐশ্বর্যকে কেন রিপ্লেস করেন রানি?
প্রসঙ্গত ২০২৩ সালের ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করে একপ্রকার সকলকে চমকে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।