চলতে চলতে সিনেমায় শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়ের জুটি দারুণ হিট করেছিল। নজর কাড়ে তাঁদের রসায়ন। কিন্তু জানেন কি এই ছবির জন্য একদিন শ্যুটিং করেছিলেন ঐশ্বর্য রাই। অর্থাৎ তাঁকেই প্রথমে ভাবা হয়েছিল এই চরিত্রের জন্য। কিন্তু কেন শেষ পর্যন্ত রানিকে নেওয়া হয় সেই জায়গায়।
কী ঘটেছে?
রেডিও নশাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি চলতে চলতে ছবিটি নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক আজিজ মির্জা। জানালেন রানি মুখোপাধ্যায় নয়, এই ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিল ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু একটি বিশেষ কারণে এই বদল আনতে হয়। তাঁর কথায়, 'আমি জানি না কেন। যাই হোক। এমন কিছু জায়গা ছিল যেগুলো আমাদের শ্যুট হয়ে গিয়েছিল। একটা গান ছিল সেটার শ্যুটিং আমরা শুরু করে দিয়েছিলাম। সেই গানটির নাম ছিল প্রেম নগরিয়া কী। একদিনই শ্যুট হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানি আসে।' আজিজ জানান রানি এই ছবিতে দুর্দান্ত কাজ করেছিলেন। তিনি চলতে চলতে ছবিতে প্রিয়া চোপড়ার চরিত্রে অভিনয় করেছিলেন।
যদিও এদিন আজিজ মির্জা জানাননি ঠিক কোন কারণে ঐশ্বর্য রাই বচ্চন শেষ পর্যন্ত এই ছবিতে কাজ করেননি। কেন তাঁকে সরিয়ে দেওয়া হয়। তবে কানাঘুষোয় শোনা যায় কারণটা ঐশ্বর্যর ব্যক্তিগত সম্পর্কের কারণেই। সলমনের সঙ্গে তাঁর সমস্যার জেরেই এই বদল আনা হয়েছিল।
ঐশ্বর্য রাই নিজেও সিমি গারেওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁকে সেই সময় একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও কেন সেই কারণ কখনই তাঁকে জানানো হয়নি।
আরও পড়ুন: আসছে ত্রিকোণ প্রেমের গল্প কুসুম! কার কপাল পুড়ল সপ্তর্ষি-তানিষ্কার ধারাবাহিকের আগমনে?
এরপর যদিও ঐশ্বর্য রাই বচ্চন শাহরুখ খানের সঙ্গে দেবদাস ছবিতে কাজ করেন। তাঁদের দুজনকে একত্রে শেষবার অ্যায় দিল হ্যায় মুশকিলে দেখা গিয়েছে। করণ জোহরের সেই ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছে। ঐশ্বর্য রাই বচ্চনকে আগামীতে মণি রত্নমের পোন্নিয়ন সেলভান ২ ছবিতে দেখা যাবে।
চলতে চলতে ছবিটি প্রসঙ্গে
চলতে চলতে ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করে ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খান।