আপাতত চর্চায় রয়েছেন ক্রিকেট জুটি হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। তাঁদের দাম্পত্য ভাঙার খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। যদিও এই নিয়ে মুখ খোলেননি দম্পতি। তবে শোনা যাচ্ছে, ডিভোর্সের খোরপোশ হিসেবে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দিতে হয়েছে নাতাশাকে। আর এই খবর সামনে আসতেই নেটপাড়া খচে লাল সার্বিয়ান মডেল-অভিনেত্রীর উপরে। দেওয়া হয়েছে গোল্ড ডিগার তকমাও।
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে অনলাইনে। যা প্রমাণ করছে, হার্দিকের সঙ্গে সম্পর্কে থাকার সময়তেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল নাতাশার। এমনকী, দেখাও করতেন। আর সেই প্রাক্তন প্রেমিকের নাম অনেককেই অবাক করবে। সে হল বিগ বস প্রতিযোগী আলি গোনি। দুজনে একসঙ্গে অংশ নিয়েছিলেন নচ বলিয়ে শো-তেও।
আরও পড়ুন: গায়ক থেকে সোজা শেফ! রান্নাঘরে ফ্রাইং প্যানে সুস্বাদু রান্না অরিজিতের, কী বানালেন
ভিডিয়োটি নচ বলিয়ে ৯-এর একটি ক্লিপিংস। যেখানে একসঙ্গে ২০১৮ সালে অংশ নেন নাতাশা আর আলি। দুজনে থার্ড রানার আপ-ও হন। দেখা যাচ্ছে, বিচারক আহমেদ খান নাতাশা-আলিকে প্রশ্ন করছেন, তাঁরা সম্পর্কের ৫ বছর পর আলাদা হয়েছেন কি না? যার জবাবে আলি উত্তর দেয়, ‘না, চার বছরের মধ্যেই আমাদের বিচ্ছেদ হয়।’
আরও পড়ুন: ‘এর চেয়ে ভালো সুযোগ…’! দুটো প্রেম টেকেনি, টলিউড ছেড়ে বলিউডে দেবচন্দ্রিমা
যারা জানেন না তাঁদের জন্য বলে রাখি, ২০১৮ সালে আলি গোনির সঙ্গে নচ বলিয়েতে ভাগ নেওয়ার সময় হার্দিককে ডেট করছিলেন নাতাশা। আলি যখন মঞ্চে উঠে নাতাশা-র সঙ্গে তাঁর সম্পর্ক বোঝাতে গিয়ে থতমত খেয়ে যান, তখন পাশ থেকে নাতাশা বলে ওঠে, ‘আমরা দু বার সম্পর্কে এসেছি’। আহমেদ তাঁদের কথা বুঝে উঠতে না পেরে প্রশ্ন ছোড়েন, ‘তোমরা কি সম্পর্ক নিয়ে দোলাচলে?’ যাতে আলির জবাব ছিল, ‘আমি নিজেও জানি না’।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অনুষ্কার নামে পাপারাজ্জিদের এ কী বললেন বিরাট!
২০২০ সালের ১ জানুয়ারি এনগেজমেন্ট হয়েছিল নাতাশা-হার্দিকের। এরপর নাতাশা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ২০২০ সালের ৩১ মে আইনি বিয়ে হয়। ২০২০ সালের ৩০ জুলাই জন্ম হয় তাঁদের একমাত্র সন্তান অগস্ত্যর। করোনার জন্য যেহেতু ধুমধাম করে বিয়েটা করে উঠতে পারেননি, তাই ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাজস্থানে করেন ডেস্টিনেশন ওয়েডিং। হিন্দু আর খ্রিস্টান দুই রীতি মেনেই বাঁধা পড়েন।