রবিবার অর্থাৎ ১৮ মে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন নুসরত ফারিয়া। অভিনেত্রীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি খুনের চেষ্টার অভিযোগ দায়ের করার ফলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতার করা হলেও দুদিনের মধ্যেই চিফ মেট্রোপলিটন আদালত অভিনেত্রীকে জামিন দিয়ে দেয়।
জামিনের পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। একটি পোষ্টের মাধ্যমে জানালেন, তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। ফোন ব্যবহার করায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে তাই কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আপনারা অনেকেই আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগ দেখে আমি সত্যি আপ্লুত। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি ভীষণ অসুস্থ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছি আমি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘চিকিৎসার পরামর্শ মত এখন ফোন থেকে দূরে থাকতে হচ্ছে আমাকে। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে হয়েছে। তাই আপাতত কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কথা বলতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।’
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আমি বিশ্বাস করি এই কঠিন সময় খুব দ্রুত পেরিয়ে যাবে। আপনাদের মাঝে আবার আমি ফিরে আসতে পারবো। গত কয়েকদিন একটি ভয়াবহ সময় কেটেছে আমার। কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে আপনাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, গত সোমবার বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন নুসরত। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালেই অভিনেত্রী জামিনের আবেদন করেছিলেন। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছিলেন, যে সময়ের কথা উল্লেখ করা হয়েছিল, সেই সময় অভিনেত্রী দেশে ছিলেন না। সমস্ত নথি আদালতে জমা দেওয়ার পর অভিনেত্রীর জামিন মঞ্জুর করে আদালত।