ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত 'হোমবাউন্ড' ছবিটি এই বছর কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। সুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন যে, ছবিটি নিয়ে বাবা বনি কাপুর এবং বোন খুশি কাপুর দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন।
জাহ্নবী বলেন যে কানে হোমবাউন্ডের প্রিমিয়ারের পর, তিনি তাঁর পরিবারকে ইচ্ছে করেই এড়িয়ে চলেন, কারণ তিনি জানতেন যে ওঁদের প্রতিক্রিয়া দেখতে নায়িকা আর নিজেকে ধরে রাখতে পারবেন না। তিনি বলেন ‘আমি সবাইকে শুভেচ্ছা জানালাম। কিন্তু আমি আমার বাবাকে দেখলাম, তিনি কাঁদছিলেন, ওঁকে খুব এলোমেলো লাগছিল। আমি অনেক দিন পর ওঁকে এভাবে দেখলাম। আর আমার বোনের চোখও লাল হয়েছিল। আমি ভাবছিলাম, আমি ওঁদের কাছে যাব কিনা। কারণ আমি জানি, যদি যাই, আমি আবার কাঁদতে শুরু করব। কিন্তু ছবিটি দেখে বাবা এতটা মুগ্ধ হয়েছিলেন। আমার মনে হয় না এতদিনে কোনও কাজে ওঁর এই তীব্র প্রতিক্রিয়া দেখেছি।’
জাহ্নবী উল্লেখ করেছেন যে, কেবল তাঁর পরিবার নয়, প্রেক্ষাগৃহে সবাই শেষ পর্যন্ত কাঁদছিল এই ছবি। তিনি বলেন, ‘একটা কোমল, মিষ্টি, নাক টানার শব্দ ছিল। আমার মনে হয় ওই হলে যাঁরা ছিলেন সকলেই অস্থির হয়ে উঠেছিলেন, তবে আমার এই ব্যাপারটা সত্যি ভালো লেগেছে। আমি আগে একবার ছবিটা দেখেছিলাম, তবে সেটা ফাইনাল কাট ছিল না। আমি দেখে খুব এলোমেলো হয়ে গিয়েছিলাম। এতটাই যে নীরজ স্যার, তিনি খুব সংবেদনশীল একজন মানুষ, তিনিও আমাকে বলেছিলেন, ‘ইতনা কিউ রো রাহি হ্যায়?’ (তুমি এত কাঁদছো কেন?) তাই গতকাল আমি ভাবছিলাম, আমি আজ কাঁদব না। কিন্তু তাও আমার চোখের কোণে জল এসে যায়।’
আরও পড়ুন: জামাইষষ্ঠীর আবহে ফের জুটিতে বড় পর্দায় ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! কোন ছবিতে দেখা যাবে?
হোমবাউন্ড সম্পর্কে
‘হোমবাউন্ড’ ছবিটির নির্বাহী প্রযোজক মার্টিন স্করসেজি এবং প্রযোজনা করেছেন করণ জোহর, সোমেন মিশ্র, অপূর্ব মেহতা এবং আদর পুনাওয়ালা। ছবিতে ‘উত্তর ভারতের একটি গ্রামের দুই বন্ধু, সমাজে মর্যাদা অর্জনের জন্য পুলিশে চাকরির চেষ্টা করে, কিন্তু তাদের বন্ধুত্বের টানাপোড়েন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।’ ছবিটি কানে টানা নয় মিনিটের করতালি পায়।