গলি ক্রিকেটে ব্যাটারের ছক্কায় বল যদি কারও গাড়ির কাচ ভাঙে, তাহলে সংশ্লিষ্ট ব্যাটারের ভাগ্যে কষ্ট লেখা থাকে। শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অভিষেক শর্মার ছক্কায় স্টেডিয়ামে রাখা গাড়ির কাচ ভেঙে যায়। তবে এক্ষেত্রে ভাগ্য খুলে যায় একেবারে তৃণমূল স্তরের শিক্ষানবিশ ক্রিকেটারদের।
শুক্রবার একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ম্যাচে সম্মুখসমরে নামে আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবিকে নেতৃত্ব দিতে নামা জিতেশ শর্মা টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠান হায়দরাবাদকে। সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। আরসিবির হয়ে পিচের উভয় প্রান্ত দিয়ে নতুন বলে দৌড় শুরু করেন যশ দয়াল ও ভুবনেশ্বর কুমার।
যশ দয়ালের প্রথম ওভারে ১টি চার মারেন ট্র্যাভিস হেড। প্রথম ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। তাঁর প্রথম বলে চার মারেন হেড। ওভারের চতুর্থ বলে চার মারেন অভিষেক শর্মা। পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকান অভিষেক।
উল্লেখযোগ্য বিষয় হল, ১.৫ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে অভিষেকের হাঁকানো ছক্কায় বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে রাখা টাটা কার্ভ গাড়িতে। এই গাড়িটি সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। অর্থাৎ, এবারের আইপিএলে যে ক্রিকেটারের স্ট্রাইক-রেট সব থেকে বেশি হবে, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এই গাড়ি।
আরও পড়ুন:- শনিবারের বারবেলায় ইংল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দল ঘোষণা? কোন কোন চ্যানেলে দেখা যাবে?
বল গাড়ির উইন্ডস্ক্রিনে গিয়ে পড়তেই ভেঙে যায় কাচ। যদিও গাড়ির কাচ ভাঙার জন্য মোটেও দুঃখিত শোনায়নি কাউকে। বরং উচ্ছ্বসিত ছিলেন সকলে। আসলে আইপিএলের টাইটেল স্পনসর টাটার তরফে আগেই ঘোষণা করা হয়েছে যে, কোনও ব্যাটারের ছক্কায় বল গাড়িতে লাগলে ৫ লক্ষ টাকার ক্রিকেট কিটস দেওয়া হবে গ্রামীণ ক্রিকেটের বিকাশে। যতবার গাড়িতে বল লাগবে, ততবার ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে এই খাতে। অর্থাৎ, অভিষেকের এই ছক্কায় ৫ লক্ষ টাকা যাবে সেই চ্যারিটিতে।
আরও পড়ুন:- নটিংহ্যামে দাপট RCB-র নতুন পেসারের, রুট-ব্রুক-স্টোকস, মাথা নোয়ালেন ৩ সুপারস্টার
চলতি আইপিএলে দ্বিতীয়বার ঘটে এমন ঘটনা
চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার দেখা যায় এমন ঘটনা। এর আগে লখনউয়ের মিচেল মার্শের ছক্কায় গাড়িতে বল লাগে। সেটিও এই একানা স্টেডিয়ামেই। সেবারও ৫ লক্ষ টাকা যায় চ্যারিটিতে।
অভিষেক শর্মা আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে ঝড়ের গতিতে ইনিংস শুরু করেন। যদিও হঠাৎ করেই থেমে যায় তাঁর ইনিংস। অভিষেক ১৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি চার ও সম সংখ্যক ছক্কা মারেন।