সচরাচর ইংল্যান্ডের পিচে পেসারদের জন্য বাড়তি সাহায্য থাকে। তবে ট্রেন্ট ব্রিজের পিচে ব্যাটারদের জন্য যে কোনও জুজু ছিল না, সেটা বোঝা যায় স্পষ্ট। ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাজবল জমানায় ঝড়ের গতিতে রান তোলায় এমনটা ভাবার কারণ নেই যে, জিম্বাবোয়ে নিতান্ত খারাপ বল করেছে। বরং পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে যেভাবে ব্যাজবলের পালটা দিতে শুরু করে, তাতেই প্রমাণিত হয় যে, বাইশগজ ব্যাটারদের স্বর্গরাজ্য।
জিম্বাবোয়ের বিরুদ্ধে নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড বড় রান তোলে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এমন কঠিন পরিস্থিতিতেও বল হাতে নজর কাড়েন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবোয়ের ২৮ বছর বয়সী পেসারের দিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আলাদা করে নজর রয়েছে। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট খেলে উঠেই আইপিএলের আঙিনায় ঢুকে পড়বেন মুজারাবানি। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অংশ নেওয়ার আগে আরসিবি শিবিরকে নিজের পারফর্ম্যান্স দিয়ে আশ্বস্ত করেন তিনি।
আরও পড়ুন:- পুলিশের বাড়িতে চুরি! সতীর্থ ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দীপ্তি শর্মার
দাপুটে বোলিং মুজারাবানির
নটিংহ্যামে জিম্বাবোয়ের বাকি বোলারদের যখন নিতান্ত অসহায় দেখায়, মুজারাবানি একাই তুলে নেন তিনটি উইকেট। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ৫৬৫ রানে। জিম্বাবোয়ের হয়ে ইনিংসের অর্ধেক উইকেট নেন মুজারাবানি।
তাও ইংল্যান্ডের সুপারস্টার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান মুজারাবানি। তিনি প্রথম ইনিংসে ২৪.৩ ওভার বল করে ১৪৩ রান খরচ করেন। সাজঘরে ফেরান জো রুট, বেন স্টোকস ও হ্যারি ব্রুককে। হ্যারিকে বোল্ড করে সাজঘরের পথ দেখান আরসিবির নতুন তারকা।
আরও পড়ুন:- আজ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট রেকর্ড গড়তে পারেন কোহলি, দরকার মোটে ৬৭ রান
ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ১৩৪ বলে ১৪০ রান করে আউট হন। মারেন ২০টি চার ও ২টি ছক্কা। জ্যাক ক্রলি ১২টি বাউন্ডারির সাহায্যে ১৪৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান। তিনি ১৭১ বলে ১২৪ রান করে মাঠ ছাড়েন। মারেন সাকুল্যে ১৪টি বাউন্ডারি।
ওলি পোপ ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ১৬৬ বলে ১৭১ রান করে আউট হন। মারেন ২৪টি চার ও ২টি ছক্কা। জো রুট ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। হ্যারি ব্রুক ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫৮ রান করেন। বেন স্টোকস ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করে আউট হন।