আগামী ২৯ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তী অভিনীত ছবি ‘বহুরূপ’। সিনেমায় সোহমের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। ছবি মুক্তির আগে এবার মুক্তি পেল ছবির নতুন গান ‘হারিয়ে যাই’।
বহুরূপ ছবির ‘হারিয়ে যাই’ গানটি গেয়েছেন কুনাল গাঞ্জাওয়ালা, অন্তরা মিত্র এবং অর্পিতা দাস। এই গানটি শুনলে এক লহমায় আপনি পিছিয়ে যাবেন অনেকটা বছর। ‘অমানুষ’ অথবা ‘বোঝে না সে বোঝে না’ ছবির গানের কথা মনে পড়ে যাবে আপনার। বহুদিন বাদে আবার সোহমকে সেই পুরনো রূপে দেখে ভীষণ খুশি দর্শকরা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
সোহমের বিপরীতে ইধিকাও যেন সমান ভাবে সাবলীল। গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সারেগামাপা বাংলা ইউটিউব চ্যানেল এবং সমস্ত লিডিং ওটিটি প্লাটফর্মে। এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছেন আবার সোহমকে পুরনো সেই রূপে দেখার জন্য।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার যেখানে দেখা যাচ্ছে, শহরে একের পর এক খুন হচ্ছে, যার কিনারা করতে পারছে না পুলিশ। কখনও রাস্তার ধারে মুন্ডু কাটা শরীর, কখনও আবার পড়ে রয়েছে নারীর মৃতদেহ। কখনও আবার হচ্ছে শিশু মৃত্যু। কিন্তু এতগুলি মৃত্যুর পেছনে একটাই যোগসূত্র রয়েছে সেটি হল কবিতা।
বৃহন্নলার সাজে সোহমের চিৎকার যেমন বুক কাঁপিয়ে দেবে তেমন অন্যদিকে ইধিকার প্রেমিকের পাশে দাঁড়ানো আপনার মন জয় করে নেবে। গোটা যুদ্ধটাই কী শত্রুদের বিরুদ্ধে নাকি গোটা সিস্টেমের বিরুদ্ধে? এমন হাজার হাজার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ট্রেলারের মধ্যে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
উল্লেখ্য, গতকাল অনুষ্ঠানে বৃদ্ধ সেজে উপস্থিত হয়েছিলেন সোহম। আসন্ন ছবি ‘বহুরূপ’ ছবির প্রচারের জন্যই এসেছিলেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগামী ২৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তী অভিনীত সিনেমা ‘বহুরূপ’। এই ছবিতে ইধিকার বিপরীতে অভিনয় করবেন সোহম। শুধু একটি নয়, মোট সাতটি গেটআপে দেখা যাবে সোহম চক্রবর্তীকে, তাই হয়তো এই ছবির নাম ‘বহুরূপ’।
প্রসঙ্গত, এস বি ফিল্মস এন্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। আকাশ মালাকারের পরিচালনায় এই ছবিটির প্রযোজক চন্দনকান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস। সিনেমায় সোহম এবং ইধিকা ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত।