বাংলা নিউজ > বায়োস্কোপ > New Bengali Film: হারিয়ে যাওয়া গম্ভীরার গল্প নিয়ে পর্দায় সৌরভ-শ্রীতমা-খরাজরা, আসছে ‘নানা হে’
পরবর্তী খবর
New Bengali Film: হারিয়ে যাওয়া গম্ভীরার গল্প নিয়ে পর্দায় সৌরভ-শ্রীতমা-খরাজরা, আসছে ‘নানা হে’
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 08:51 AM ISTPriyanka Bose
Nana Hee: এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও শ্রীতমা দে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। ঘোষণা হল নতুন ছবি ‘নানা হে’।
লোকশিল্প নিয়েই আসছে নতুন ছবি ‘নানা হে’
বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। এই লোকশিল্প নিয়েই আসছে নতুন ছবি ‘নানা হে’। অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রল্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্ররা।
গম্ভীরা নৃত্যটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদহের গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে গল্প বোনা হয়েছে ‘নানা হে’র। আরও পড়ুন: 'কাবুলিওয়ালা' মিঠুনের সঙ্গে ছবি দিলেন সোহিনী, শ্যুটিংয়ের অদেখা ছবি শেয়ার করলেন মিনির মা
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হবে এই ছবিতে। মোজোটেল এন্টারটেনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। যেখানে খরাজ মুখোপাধ্য়ায়কে একজন অভিমান করে বসে থাকা গম্ভীরা শিল্পীর ভূমিকায় দেখা যাবে। যিনি ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না বলে খানিকটা স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন। গম্ভীরার উপর গবেষণা মূলক কাজের জন্য মহানগর থেকে আসে একটি মেয়ে, যে চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে।