নেহা কক্কর তাঁর গানের পাশাপাশি ফ্যাশন এবং স্টাইলিংয়ের কারণেও থাকেন চর্চায়। বেশিরভাগ সময়তেই বেশ টিপটপ থাকেন নেহা। তাঁর লুকস পছন্দও হয় অনুরাগীদের। তবে এবার নেহাকে দেখে রীতিমতো চোখ গোল অনুরাগীদের। বেঙ্গালুরুর কনসার্টের আগে এই ছবিগুলি শেয়ার করেছেন নেহা নিজেই সোশ্যাল মিডিয়াতে।
নেহার পোস্টে দেখা যাচ্ছে যে, তিনি অফ হোয়াইট টি-শার্টের উপরে, নীল রঙের ব্রা পরেছেন। এখানেই শেষ নয়। একসঙ্গে পরে আছেন দু দুটো ট্র্যাক প্যান্ট। নীলের উপর অফ হোয়াইট। আর এরকম সাজ দেখেই নেটপাড়ার মাথায় হাত।
অদ্ভুত পোশাকের জন্য ক্রমাগত ট্রোলড হচ্ছেন নেহা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ইন্ডাস্ট্রির ‘নতুন উরফি জাভেদ’ হিসাবে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে, ‘নিজেকে আয়নায় দেখেনি নাকি’! আরেকজন লেখেন, ‘বাবা রে, মাথাটা গেছে’। তৃতীয়জনের মন্তব্য, ‘ভাই এর কি গরমও লাগে না?’ চতুর্থজনের মন্তব্য, ‘উরফি জাভেদ লাইট। সত্যি বাবা এরা পারেও। এই মহিলা সবেতেই ভাবে ওকে কিউট লাগছে।’
চলতি বছরে বড় বিতর্কে জড়িয়েছেন নেহা কক্কর। মেলবোর্নের কনসার্টে প্রায় ৪ ঘণ্টা দেরিতে পৌঁছন তিনি। আর তারপর স্টেজে উঠে শুনতে হয় ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান। এমনকী, কান্না করার জন্যও হেনস্থা করা হয় তাঁকে।
এরপর নেহা সোশ্যাল মিডিয়ায় পালটা অভিযোগ করে বসেন যে, অনুষ্ঠানের উদ্য়োক্তরা নাকি কোনো ব্যবস্থাই করেননি। এয়ারপোর্টে গাড়ি ছিল না, হোটেল বুক ছিল না। আর তাই দেরি হয়। এরপর গায়িকার দাবি খারিজ করে, আয়োজকরা পালটা দাবি করে, নেহা নাকি অত কম দর্শকের সামনে গা গাইতেই চাননি। টাক-পয়সা নিয়েও হয় ঝমেলা। এসব কারণেই দেরি হয় নেহার স্টেজে উঠতে।