
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০১৮ সালে ব্রেকআপ হয় গায়িকা নেহা কক্কর ও অভিনেত হিমাংশ কোহলির। ব্রেকআপের পর রিয়েলিটি শো থেকে শুরু করে লাইভ পারফরমেন্সে কেঁদে ভাসিয়েছিলেন নেহা। এমনকী, 'ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা' বলে একটি গানের ভিডিয়োও প্রকাশ করেছিলেন সেই সময়। এরপর আরব সাগরে বহু জল গড়িয়েছে। এখন তিনি রোহনপ্রীতের প্রেমে পাগল। সদ্য বিয়েও করেছেন। ইনস্টায় নিজেদের 'লাভিডাবি' ছবিও প্রকাশ করে থাকেন হামেশাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহার সঙ্গে হওয়া ব্রেকআপ নিয়ে কথা বলতে শোনা গেল হিমাংশকে । এতদিন এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। বরং সোশ্যাল মিডিয়ায় 'একজন খারাপ মানুষ' হিসেবে ট্রোলডও হতে হয়েছিল তাঁকে। কিন্তু মুখ বুজে থাকাই ঠিক মনে করেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমাংশ বলেন, 'এটা আমার ব্রেকআপ ছিল। কেন আমাকে সবাইকে বলে বেরাতে হবে আমার ঘরে কী হয়েছিল? কেন সবার কাছে এটা এত গুরুত্বপূর্ণ?'
হিমাংশ আরও জানিয়েছেন, 'নেহা নিজের জীবনে এগিয়ে গিয়েছে। রোহনপ্রীতকে বিয়ে করে ও খুশি। ওর জন্য আমিও খুশি। আমিও নিজের স্বপ্নপূরণ করছি। কেরিয়ার নিয়ে ভাবছি। আমরা দু'জনেই যদি দু'জনের মতো করে খুশি থাকতে পারি তাহলে সকলের এত মাথা ব্যথা কেন!'
হিমাংশের মতে, 'আমি নিজে জানি আমি ওর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি। আর যদি সেটা করতাম, তাহলে হয়তো রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না। আমি জানি আমি মানুষ হিসেবে খারাপ নই। ভাবতে আশ্চর্য লাগে ২০২১ সাল এসেও মানুষ ২০১৮ সালের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে!'
প্রসঙ্গত, গোয়াওয়ালে বিচ মে-র প্রমোশনের সময় আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ের গুঞ্জন ছড়ায় একটি রিয়েলিটি শো-তে। শেষ পর্যন্ত আদিত্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেননি নেহা। তখন দুজনেই জানান, 'তাঁরা ভাল বন্ধু ছাড়া অন্য কিছু নন'।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports