অতীতে গাঁজা খাওয়ার অভ্যাস ছিল। গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করেছেন। পুরনো অভ্যাস নিয়ে সম্প্রতি অকপটে কথা বলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু স্বীকার করাই নয়, নিজের এই অভ্যাস নিয়ে অনুতপ্ত বলেও জানিয়েছেন নওয়াজউদ্দিন।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে হাজির হয়েছিলেন নওয়াজ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, পূর্বে তাঁর গাঁজা সেবনের অভ্যাস ছিল কিনা? এমন কথায় গাঁজা দিয়ে ধূমপানের কথা অকপটে মেনে নেন নওয়াজ। জানান, তিনি সঙ্গ দোষে এধরনের ধূমপানে আসক্ত ছিলেন। পরে তিনি বুঝতে পারেন, তাঁর অভ্যাসটা ভুল ছিল।
এদিকে কাজের ক্ষেত্রে অভিনেতা হিসাবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি OTT প্ল্যার্টফর্ম 'হাদ্দি'-তে দেখা গেছে নওয়াজউদ্দিনকে। খুব শীঘ্রই ডিজিটাল প্রকল্প 'রাউতু কা রাজ' তে দেখা যাবে নওয়াজকে।
এদিকে সম্প্রতি পডকাস্টে বলিউডে ধর্মীয় বিভেদের বিষয়টি রয়েছে কিনা, তা নিয়েও কথা বলেছেন নওয়াজ। তিনি বলেন, বলিউডে তিনি কখনও ধর্মীয় বিভেদ দেখেননি। নওয়াজের কথায়, ‘সমাজের বাকি অংশের বলিউড থেকে শেখা উচিত সব ধর্মকে কীভাবে সম্মান করতে হবে... আপনারা কি জানেন যে অনুপম খের অভিনয়ের ক্ষেত্রে নাসিরুদ্দিন শাহকে অনেক সম্মান করেন?’