গতকাল অর্থাৎ ১ অগস্ট শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করা হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা। অভিনেতা থেকে পরিচালক, টেকনিশিয়ান থেকে কোরিওগ্রাফার সকলকেই এই পুরস্কারে সম্মানিত করা হয়। তালিকায় রয়েছে শাহরুখ খান থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত মাসের নাম। পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন তারকারা।
‘স্বদেশ’ ছবির পরেও যে পুরস্কার অধরা থেকে গিয়েছিল, সেই জাতীয় পুরস্কার শাহরুখের কাছে ধরা দিল ‘জওয়ান’ ছবির মাধ্যমে। পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন শাহরুখ খান। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। জুরি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে আমার ধন্যবাদ।’
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
কিং খান আরও বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যা চিরকাল আমার মনে থেকে যাবে। যারা আমাকেই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু স্যার, অ্যাটলি স্যার আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য।’
শাহরুখের পাশাপাশি ‘টুয়েলভ ফেল’ ছবির জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন বিক্রান্ত মাসে। পুরস্কারের কথা ঘোষণা হওয়ার পর তিনি একটি বিবৃতিতে জুরি সদস্য এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি মাননীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক, এন এফ ডি সি এবং ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সকল সম্মানিত জুড়ি সদস্যদের ধন্যবাদ জানাতে চাই আমার অভিনয়কে এই স্বীকৃতির যোগ্য বিবেচনা করার জন্য।’
বিক্রান্ত আরও বলেন, ‘আমি শ্রী বিধু বিনোদ চোপড়াজিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। একটি ২০ বছর বয়সী ছেলের স্বপ্ন আজ পূরণ হল। শাহরুখ খানের মতো একজন আইকনের সঙ্গে আমার প্রথম জাতীয় পুরস্কার ভাগাভাগি করে নেওয়াটা সত্যি আমার কাছে সৌভাগ্যের। সবশেষে এই পুরস্কারটি আমাদের সমাজের সকল প্রান্তিক মানুষকে উৎসর্গ করছি যারা প্রতিমুহূর্তে অবহেলিত হন।’
২০২৫ সালে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন রানি মুখোপাধ্যায়ও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করে দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্মানিত হলেন তিনি। পুরস্কারের সম্মানিত হয়ে তিনি বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে আমি অভিভূত। আমার ৩০ বছরের কেরিয়ারে এটিই আমার প্রথম জাতীয় পুরস্কার।’
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাজের জগতে বেশ কিছু অসাধারণ ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, প্রত্যেকের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় আমার কাজকে সম্মান জানানোর জন্য আমি জাতীয় পুরস্কার ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার ছবির পুরো টিম, প্রযোজক এবং পরিচালককে। এই পুরস্কারটি আমার ৩০ বছরের কাজের প্রতি নিষ্ঠার ফল।’
সকল মায়েদের উদ্দেশ্যে পুরস্কারটি উৎসর্গ করে রানি বলেন, ‘আমি আমার জাতীয় পুরস্কার পৃথিবীর সমস্ত মায়েদের উৎসর্গ করছি। একজন সন্তানকে তার মায়ের থেকে বেশি কেউ ভালবাসতে পারে না। সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য সবকিছু করতে পারেন একজন মা। এই গল্পটি তেমনই একজন ভারতীয় মায়ের গল্প, যিনি তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন।’