হার্দিক পান্ডিয়া আর নাতাশা স্টানকোভিচ ডিভোর্সের ঘোষণা করার পরপরই, সব অভিযোগের আঙুল উঠেছিল সার্বিয়ান মডেলের দিকে। টাকার জন্য ছেড়েছেন স্বামী, গোল্ড ডিগার, এমন কটাক্ষে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। তবে এরপরই একের পর এক পোস্টে সামনে আসতে থাকে ভারতীয় ক্রিকেট তারকার সংসারের গোপন কথা! কখনো শোনা যেতে থাকে অন্য মেয়েতে মন মজেছিল হার্দিকের, কখনো শোনা যায় তিনি নিজেকে নিয়ে এতটাই মেতে থাকতেন যে, সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হন নাতাশা।
এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় নাতাশার ইনস্টাগ্রাম স্টোরি। যা নিসন্দেহেই অদ্ভুত। নেটিজেনদের সন্দেহ, নিজের জীবনের সঙ্গে খাপ খায়, এমনই কিছু বলতে চাইলেন কি তিনি?
আরও পড়ুন: ‘লঙ্কায় যে যায়, সেই রাবণ’! RG Kar নির্যাতিতাকে নিয়ে ‘আর কবে’ গান বানালেন অরিজিৎ, শুনুন
'প্রেম মন্দের মধ্যে আনন্দ পায় না',
সোমবার একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, ‘ভালোবাসা ধৈর্যশীল। ভালোবাসা দয়ালু। ঈর্ষা করে না। অহংকার করে না। অন্যকে অসম্মান করে না। এটা আত্মসন্ধানী নয়। সহজে রেগে যায় না। ভুলের কোনো হিসাব রাখে না। মন্দের মধ্যে আনন্দ পায় না, তবে ভালোতে আনন্দ পায়। এটি সর্বদা সুরক্ষা দেয়, সর্বদা বিশ্বাস করে, সর্বদা আশা করে, সর্বদা সংরক্ষণ করে। ভালোবাসা কখনো হারে না...’
আরও পড়ুন: বিয়েতে ‘সমস্যা’! খবর মাঝপথে বন্ধ আদৃতের ‘পাগল প্রেমী’র কাজ, বড় চটেছে প্রযোজক

হার্দিক-নাতাশার বিচ্ছেদের কারণ কী?
টাইমস নাও-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নাতাশা হার্দিকের ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্রমাগত চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: ‘ধর্ষণ সংস্কৃতির ধারক-বাহক’ আরএসএস-বিজেপির নবান্ন অভিযানে ‘না’, পোস্ট ঋত্বিকের
‘হার্দিক আসলে খুবই ফ্ল্য়ামবয়েন্ট, নিজেকে নিয়েই ডুবে থাকে। নাতাশা আর সামলাতে পারল না। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ হিসাবে তাঁরা একদম আলাদা। বড় ব্যবধান দুজনের ব্যক্তিত্বের। তিনি মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষে ক্লান্ত হয়ে পড়েন। নাতাশা তাল রাখতে পারছিল না, তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের ঘোষণা
নাতাশা এবং হার্দিক ২০২০ সালের ৩১ মে আইনি বিয়ে করেছিলেন এবং একই বছরের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান, পুত্র অগস্ত্যকে স্বাগত জানান। এরপর২০২৩ সালে ধুধাম করে সামাজিক বিয়ে হয় রাজস্থানে। ২০২৪ সালের শুরু থেকেই, তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসতে থাকে। কয়েক মাস ধরে জল্পনা কল্পনার পরে, টি২০ বিশ্বকাপের শেষে, দুজন জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন যে তারা মিউচুয়াল ডিভোর্স নিচ্ছেন।
বিবৃতিতে তারা লিখেছে, 'চার বছর একসঙ্গে থাকার পর আমি আর হার্দিক পরস্পরের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সবটুকু দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের দুজনের জন্যই সবচেয়ে ভালো। আমরা একসাথে যে আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য উপভোগ করেছি এবং আমরা একটি পরিবার গড়ে তুলেছি তার পরিপ্রেক্ষিতে এটি আমাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল।
এতে আরও বলা হয়েছিল, ‘আমরা অগস্ত্যের সঙ্গে আশীর্বাদপ্রাপ্ত, যিনি আমাদের উভয়ের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং আমরা তাঁর সুখের জন্য তাঁর জন্য যা কিছু করতে পারি, তা নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে মা-বাবার দায়িত্ব পালন করব। এই কঠিন এবং সংবেদনশীল সময়ে আমাদের গোপনীয়তা দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের।’