Naseeruddin Shah: মুম্বইয়ে বসে হিন্দি ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কেন হিন্দি ছবি দেখা ছেড়ে দিয়েছেন তিনি?
নাসিরুদ্দিন শাহ
কলকাতায় এসে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্র-ছাত্রীদের আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সেখানে সিনেমা পরিচালক অনুরাগের বক্তব্য, ‘বাংলা ফিল্ম চলবে কী ভাবে? বাংলা ফিল্ম একেবারে ঘটিয়া। একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নীচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নীচে পড়েছে। দুটোর পার্থক্য আছে।’
ঠিক তেমনই মুম্বইয়ে বসে হিন্দি ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কেন হিন্দি ছবি দেখা ছেড়ে দিয়েছেন তিনি? অভিনেতার কথায়, ‘হিন্দি ছবি আমাকে হতাশ করে। আমি হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি। যে সব ছবি তৈরি হচ্ছে, সেগুলো আমার একদমই ভালো লাগে না।’
এ দিন অভিনেতা আরও বলেছেন, ‘হিন্দুন্তানি খাবার সর্বত্র প্রশংসা পায়, কারণ তার গুণগত মান ভালো। হিন্দি ছবিতে সে রকম কী আছে? এটা ঠিক, সর্বত্র হিন্দি ছবি দেখছেন দর্শক। তাঁরা ছবি দেখে বলেন, হাউ এক্সটিক, হাউ ইন্ডিয়ান, হাউ কালারফুল! কিন্তু এঁরা কিছুদিনের মধ্যেই বোর হয়ে যাবেন। কারণ ছবিগুলোর মধ্যে আসলে কিছু নেই।’ এই প্রথম নয় এর আগেও একাধিকবার বলিউড ছবি নিয়ে কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে নাসিরুদ্দিনকে।