Naseeruddin Shah: সেলফি তুলতে আসা কয়েকজন ভক্তের উপর বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। রেগে গিয়ে তাঁদের উপর চিৎকার করে বসেন। দিল্লি বিমানবন্দরের ঘটনা।
বিরক্ত নাসিরুদ্দিন শাহ
বলিউডের স্পষ্টবাদী অভিনেতাদের নাম উঠলেই আসে নাসিরুদ্দিন শাহের কথা। ঠোঁটকাটা মন্তব্য করে প্রায়শই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি দিল্লি বিমানবন্দর থেকে অভিনেতার একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে সেলফি তুলতে আসা কয়েকজন ভক্তের উপর বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা। রেগে গিয়ে তাঁদের উপর চিৎকার করে বসেন।
সেলফি নেওয়ার জন্য বিরক্ত নাসিরুদ্দিন শাহ
এ দিন বাদামী রঙের টি-শার্ট, ডেনিম জিনস এবং সোয়েটার গলায় ঝুলিয়ে বিমানবন্দরে দেখা মেলে অভিনেতার। মাথায় টুপি এবং মুখ মাস্কে ঢেকে রেখেছেন। ভক্তেরা তাঁকে ঘিরে ধরে সেলফি তুলতে বলে। খুব একটা পরিস্কার শোনা না গেলেও নাসিরুদ্দিন বলছেন, ‘মেজাজ বিগড়ে দিলেন আপনারা। একবার বললে কী আপনারা বুঝতে পারেন না’। আরও পড়ুন: ‘ফল তো ভুগতেই হবে’, করণের শোয়ে ঐশ্বর্যকে নিয়ে ‘বাজে কথার’ কারণে আজও বিপাকে ইমরান
একই সঙ্গে অভিনেতা চিৎকার করে বলেছেন, 'আপনারা খুব অন্যায় করেছেন। আমি বলছি আমার মন খারাপ। মানুষ একবার কোথাও গেলে পিছন পিছন চলে যান। আপনারা কেন বোঝেন না?' এরপর ভিডিয়োতে পিছন থেকে একজনের আওয়াজ আসে। ছাড়ো বন্ধু, কিছু বলো না। এরপরই রেগেমেগে অভিনেতা গাড়ির দিকে হাঁটতে শুরু করেন। হাতে একটি বই ছিল অভিনেতার।