মুকেশ খান্নার শো শক্তিমান ১৯৯০ এর দশকের অন্যতম জনপ্রিয় ছিল। শুধু বাচ্চারা নয়, সব বয়সী দর্শকদের মধ্যে ছাপ ফেলেছিল শক্তিমান। এবার খবর রয়েছে যে, শক্তিমান শো-টিকে নিয়ে সিনেমা বানানো হবে। তবে সেখানেও বিতর্ক, শক্তিমানের ভূমিকায় কে অভিনয় করবে, সেটাই এখন বিতর্কের বিষয়বস্তু।
সোশ্যাল মিডিয়ায় বারবার যে নামটা উঠে আসছে, তা হল রণবীর সিং। এদিকে রণবীরকে শক্তিমান হিসেবে মানতে নারাজ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না। এমনকী, রণবীর সিং-কে নানাভাবে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছ পা হননি।
এবার ফিল্মজ্ঞানের সঙ্গে একান্ত কথোপকথনের সময়, যখন এক ভক্ত মুকেশ খান্নাকে রণবীর সিংকে শক্তিমান হতে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘আপনি আমার মন পরিবর্তন করতে পারবেন না। তুমি রণবীর সিংকে পছন্দ করো, আমিও ওনাকে পছন্দ করি। আমরা বসে তিন ঘণ্টা কথাও বলেছি এবং তিনি খুব উদ্যমী অভিনেতা। কিন্তু আমি তার মুখের উপর এই কথাটা বললাম। তিনি চাইলে কিলবিশের চরিত্রে অভিনয় করতে পারেন। তার চেহারায় একটা দুষ্টু ভাব আছে। কিন্তু শক্তিমানের ভূমিকায় অভিনয় করার জন্য একজন পরিপক্ক ব্যক্তির প্রয়োজন।’
মুকেশ খান্না আরও দাবি করেন যে, লোকেরাই নাকি তাঁকে পরামর্শ দিয়েছে যাতে তিনি রণবীর সিংকে শক্তিমান না বানান। ‘রণবীর সিং সম্পর্কে অনেকেই আমাকে বলেছেন, আরে সাহেব এইসব নেশাগ্রস্তদের শক্তিমান বানাবেন না। আমাদের ছোটবেলার স্মৃতি সব নষ্ট হয়ে যাবে।’