সোমরাজ-তিতির দর্শকদের পছন্দের জুটি। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’-এর হাত ধরেই শুরু হয়েছিল ঋত্বিকের অভিনয়ের সফর। কেরিয়ারের প্রথম বড় ব্রেক, ঋত্বিককে দেয় জি বাংলা। নিজের স্ট্রাগলের কথা বলতে দিয়ে দাদার সামনেই আবেগঘন ঋত্বিক। জানালেন মা-কে ঘিরেই তাঁর গোটা জগত। মায়ের আত্মত্যাগের গল্প এদিন শোনালো নায়ক।
সোমরাজের লড়াইয়ের গল্প শুনে অনুপ্রাণিত মহারাজও। ঋত্বিক জানান, ক্লাস ফোরে পড়বার সময়ই তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। এরপরই ঋত্বিককে নিয়ে শুরু হয় তাঁর মায়ের স্ট্রাগল। ২৮ বছর বয়স থেকে ঠিকঠাকভাবে পয়সা রোজগার শুরু করেছেন ঋত্বিক। এর আগে সংসারের ভার ছিল মায়ের উপরেই। থিয়েটারের নেশায় এক বছর কাজ করেই চাকরি ছাড়তেন ঋত্বিক, এরপর জমানো টাকাকে সম্বল করে থিয়েটারে কাজ করতেন।