রবিবার মিঠাই-খ্যাত নন্দা ওরফে কৌশাম্বি চক্রবর্তী ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। আর তাতে ট্রোল করার সুযোগ ছাড়ল না নেটপাড়ার একাংশ।
আদৃতের শার্ট পরে ঘুরছেন কৌশাম্বি?
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠাই। ঠিক ততটাই জনপ্রিয় এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু। তবে গত বছর থেকেই এই দুই লিড কাস্টের মধ্যে ঝামেলার খবর সামনে এসেছে। আর যার কারণ হিসেবে বারবার দোষ দেওয়া হয়েছে ধারাবাহিকে ‘নন্দা’ চরিত্রে থাকা কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)-র উপর। টলিপাড়ার ওপেন সিক্রেট, অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন উচ্ছেবাবু আদৃত।
এই ছবির তলাতেই ধেয়ে এল কটাক্ষ। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘তোমার বেস্ট ফ্রেন্ডের তো পায়ে ব্যাথা, কার সাথে আসলে? নিশ্চই একা আসনি!’ আরেকজনের কমেন্ট, ‘সিডের শার্টটা মনে হচ্ছে!’ তৃতীয় ব্যক্তি লিখলেন, ‘তাহলে কি আদৃতদা ঠিক হয়ে গেছে? তাই ব্লেসড ফিল করছ। চিন্তা করো না এত। কদিনেই সব আগের মতো হয়ে যাবে।’ আরও পড়ুন:‘বাঙালিকে জেতাবে না জানতাম!’, দেবস্মিতা-বিদিপ্তারা না জেতায় হতাশ বাংলার মানুষ