বাংলা নিউজ > বায়োস্কোপ > Mishmee-Ranojoy: 'আমরা সত্যিই...' প্রেমের গুজব উড়িয়েও ফের রণজয়ের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন মিশমি?
পরবর্তী খবর
Mishmee-Ranojoy: 'আমরা সত্যিই...' প্রেমের গুজব উড়িয়েও ফের রণজয়ের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন মিশমি?
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 01:46 PM ISTSubhasmita Kanji
Mishmee-Ranojoy: কিছুদিন আগেই জোর বিতর্ক বেঁধেছিল। কানাঘুষোয় রটে গিয়েছিল যে মিশমি দাস এবং রণজয় একটি সম্পর্কে আছেন। কিন্তু সেই গুজব নিজেই নস্যাৎ করেছিলেন অভিনেত্রী।
প্রেমের গুজব উড়িয়েও ফের রণজয়ের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন মিশমি?
সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের সময় উসকে গিয়েছিল একটি জল্পনা। তাঁদের বিয়েতে অনেকেই মিশমি দাস এবং রণজয়কে বিষ্ণুকে দেখে ভেবেছিলেন তাঁরা বুঝি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু এমন খবর রটার পরই অভিনেত্রী নিজেই সেটার বিরোধিতা করেন। সাফ সাফ ভাষায় জানিয়ে দেন তিনি মোটেই রণজয়ের সঙ্গে কোনও সম্পর্কে নেই। কিন্তু একি এক পক্ষকাল যেতে না যেতে রণজয়ের সঙ্গে ছবি দিয়ে এটা কী লিখলেন মিশমি! জানালেন তাঁরা সম্পর্কে আছেন, তবে সেটা ভাই বোনের।
মিশমি দাসের নতুন পোস্ট
মিশমি দাস এদিন রণজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেত্রীকে একটি লাল রঙের কোঅর্ড ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে আছে কালো ব্লেজার। অন্যদিকে তাঁর পাশেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন রণজয় বিষ্ণু। তাঁর পরনে কালো শার্ট, প্যান্ট এবং কোট। তাঁরা কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন। সেই ধরাবাহিকের সেটেই যে এই ছবি তোলা হয়েছে সেটা তাঁদের সাজ দেখে স্পষ্ট। এখানে তাঁরা ভাই বোনের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু কিছুদিন আগে তাঁদের নিয়ে যে জল্পনা রটেছিল সেটাকে দিয়েই তিনি এই ছবির ক্যাপশন লেখেন।
মিশমি তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমরা সত্যিই সম্পর্কে আছি.... তবে ভাই বোনের।' অভিনেত্রী যে পোস্টটা নিছক মজা করে করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। সেখানে অনেক অভিনেতা অভিনেত্রীরাও মজা করেছেন।