
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপ্রিম কোর্টে পৌঁছল ১২ ফেল! এত খ্যাতি, এত প্রশংসার পর ভাবছেন কী ঘটেছে? কিছুই নয় তেমন। আসলে রবিবার শীর্ষ আদালতে মেধা শঙ্কর এবং বিক্রান্ত মাসির ছবি ১২ ফেলের বিশেষ প্রদর্শনী ছিল। সেই ঘটনার অভিজ্ঞতা জানিয়ে এদিন একটি পোস্ট লিখলেন অভিনেত্রী।
আরও পড়ুন : মহালয়ায় আসছে মমতার লেখা-সুরে তৈরি অ্যালবাম অঞ্জলি! রয়েছে রাঘব - বাবুল সহ কোন গায়কদের গান?
গত রবিবার, ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মেধা শঙ্কর এবং বিক্রান্ত মাসি অভিনীত ১২ ফেল ছবিটির বিশেষ স্ক্রিনিং ছিল। সেখানেই নায়ক, নায়িকা দুজনেই যেমন ছিলেন। তেমনই ছিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তাঁর পরিবার। ছিলেন অন্যান্য বিচারকরা।
এদিনের অনুষ্ঠানের একাধিক ছবি এদিন পোস্ট করেন মেধা। সেখানে তাঁকে মেরুন রঙের শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিক্রান্তের পরনে ছিল আকাশি শার্ট এবং নেভি ব্লু স্যুট। ডি ওয়াই চন্দ্রচূড় সহ অন্যান্য বিচারপতিদের সঙ্গেও ছবিও তুলে সেগুলো পোস্ট করেছেন তিনি এদিন।
এই ছবির ক্যাপশনে মেধা লেখেন, '১২ ফেলের স্পেশ্যাল স্ক্রিনিং এদিন সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হল। আমাদের সম্মানিত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ অন্যান্য বিচারপতিরা, অফিসাররা সকলেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ১২ ফেল ছবির গোটা টিম।' অভিনেত্রী এদিন তাঁর পোস্টে জাস্টিস চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রী কল্পনা দাসকে ধন্যবাদ জানান তাঁদের আতিথেয়তার জন্য।
আরও পড়ুন : দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে টলিউড! প্রসেনজিৎ - পরমরা বলছেন, 'ভীষণ গর্বিত'
আরও পড়ুন : পোস্টমর্টম ঠিকঠাক হয়েছে বলে সই করেছিলেন, তাহলে আন্দোলনে ছিলেন কেন, তিন চিকিৎসককে প্রশ্ন পরিচালক অনিকেতের
প্রসঙ্গত গত বছর দীপাবলির সময় মুক্তি পেয়েছিল ১২ গেল। বক্স অফিসে মোটের উপর ভালো সাড়া পেলেও, OTT আসার পর দর্শকদের নজর কাড়ে এই ছবি। বিধু বিনোদ চোপড়ার এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports