বিগত বেশ কয়েক দিন ধরেই হাতের যন্ত্রণায় ভুগছিলেন মনোজ মুরলি নায়ার। কলকাতাতে ডাক্তার দেখিয়েছিলেন বটে কিন্তু অস্ত্রোপচারের প্রয়োজন হলে এই জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত গায়ক সোজা কেরল উড়ে যান। সেখানেই চিকিৎসা করান। কিন্তু কেন? এখন কেমন আছেন?
কী লিখেছেন মনোজ মুরলি নায়ার?
একটি ফেসবুক পোস্টে মনোজ মুরলি নায়ার লেখেন, 'দেবতার কাছে ভিক্ষে চাইনি। সঙ্গ চেয়েছি। শুধু চেয়েছি মাথা উঁচু করে বাঁচার আনন্দ থেকে বঞ্চিত না হই। আর হ্যাঁ এ ক্ষেত্রে কোনও রকম মিথ্যে সমবেদনা ( ফেসবুকীয় ) চাইছিও না, দীর্ঘদিনের বোঝা টানার ফলে চোট পেয়েছি যা একটা Surgery করতে হয়েছে, কষ্ট হয়েছে, ভীষণ যন্ত্রণা সহ্য করেছি বা করছি। তবে সে সব জীবনের বিভিন্ন সময়ে কিছু স্বজনদের থেকে পাওয়া আঘাতের যন্ত্রণার তুলনায় অনেকটা কম। কলকাতায় ফিরে আবারও গান গাইব, বাইক চালাবো, সাইকেল চালাবো, পছন্দের কাজ পছন্দের মানুষদের সাথে করব। নিজের steering নিজের হাতেই রাখব। বাকিটা যাঁর দেখবার তিনি জানেন।'
আরও পড়ুন: ব্যবসায়িক অঙ্ক ভুলে ভাইয়ের বিয়ের শেষ দিনে সব্যসাচীতে সাজলেন ইশা আম্বানি, চমক থ্রি ডি লেহেঙ্গাতে
কিন্তু হঠাৎ কলকাতা ছেড়ে কেরলে চিকিৎসা করাতে কেন গেলেন?
এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ মুরলি নায়ার জানিয়েছেন এখানে যে পরিমাণ খরচের হিসেবে দেওয়া হয়েছিল সেটা বিপুল। তাই চিকিৎসা করাতে দক্ষিণের উপরেই ভরসা রাখতে হল তাঁকে। গায়কের কথায়, 'দক্ষিণে সুচিকিৎসক এবং সুলভ চিকিৎসা দুটোই একসঙ্গে পাওয়া যায়।' বর্তমানে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এক মাস পর রুটিন চেকাপ হলে তাঁর হাত কেমন আছে সেটা স্পষ্ট বোঝা যাবে।