
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টিভিতে আজকাল অনেক সময়ই দেব দেবীদের নিয়ে ধারাবাহিক সম্প্রচার করা হয়ে থাকে। আর তেমনই একটি শো হল মঙ্গলময়ী মা শীতলা। তবে এবার এই ধারাবাহিকের গল্পে অনেকটা পরিবর্তন আসতে চলেছে। এক ধাক্কায় গল্প প্রায় ১২ বছর এগিয়ে যাবে।
এতদিন ধরে এই ধারাবাহিকে মা শীতলার ছোটবেলার গল্প দেখানো দেখানো হয়েছে। এবার গল্পে উঠে আসবে মা শীতলার বড় বেলার গল্প এবং তাঁর মহিমার কথা। এতদিন মা শীতলার ছোটবেলার চরিত্রে চাইল্ড অ্যাক্টর শুভশ্রী চক্রবর্তীকে দেখা গিয়েছিল। সে তার নিজের কাঁধে গোটা মেগাকে বহন করে এগিয়ে নিয়ে গিয়েছে। তবে এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি পাবে সে। এবার তার জায়গায় মা শীতলা হয়ে আসছেন তুঁতে ওরফে দীপান্বিতা রক্ষিত।
আরও পড়ুন: শিমুলকে হত্যার চেষ্টায় ৭ বছরের জেল পলাশের, ভুল শুধরে নিজেকে এবার বদলাবে প্রতীক্ষা?
দীপান্বিতা রক্ষিতকে শেষবার তুঁতে ধারাবাহিকে দেখা গিয়েছিল। স্টার জলসার এই মেগায় তাঁর সঙ্গে ছিলেন সৈয়দ আরেফিন। এর আগে তিনি খুকুমণি হোম ডেলিভারি, সাঁঝের বাতি ইত্যাদি ধারাবাহিকেও কাজ করেছেন। তবে এবার সেসব ছেড়ে তিনি মঙ্গলময়ী মা শীতলা হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
এই প্রথমবার দীপান্বিতাকে কোনও মাইথোলজিক্যাল চরিত্রে দেখা যাবে। তবে মহালয়ার সময় দেবী দুর্গার বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু কোনও ধারাবাহিকে এই প্রথম কোনও দেবী হয়ে ধরা দেবেন তিনি। এই চরিত্রের বিষয়ে দীপান্বিতা জানান, 'মা শীতলার চরিত্রে অভিনয় করা আমার একেবারে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে কারণ এমন চরিত্রে এই প্রথমবার আমি কাজ করতে চলেছি। আমি এতদিন মা শীতলার বিষয়ে বা তাঁর মহিমার বিষয়ে তেমন কিছু জানতাম না। তাই সম্পূর্ণ ভাবে আমার পরিচালকের উপর ভরসা রেখেছি এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য।'
আরও পড়ুন: দ্বিতীয় হানিমুনে গিয়েই বরকে চমক শ্রুতির, মেঘালয়ের নদীতে ভেসে স্বর্ণেন্দুকে শোনালেন কোন গান?
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
বর্তমানে মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে দেখানো হচ্ছে যে তাঁদের গ্রামবাসীরা জানে না যে দেবী তাঁদের গ্রামে এসেছে মানুষ হিসেবে। এই গ্রামের লোকজনরা শিব পুজো করেন। কিন্তু শীতলা দেবী মহামায়ার পুজো শুরু করে। এবার ধীরে ধীরে গ্রামের লোকজন শীতলার মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণ লক্ষ্য করা শুরু করেছে। এবার দেখার পালা সেখানে কী ঘটতে চলেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports