মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী টলিপাড়ার অতি পরিচিত মুখ। তাঁদের মিষ্টি জুটিকে যেমন অনুরাগীরা একদিকে ভালোবাসায় ভরিয়ে দেন। অন্যদিকে, তাঁরা নানা ভাবে নেটিজেনদের ট্রোলের শিকার হয়।
তাঁদের একটি ছোট্ট ছেলে রয়েছে, তার নাম কেশব। কেশবের বয়স আপাতত চার বছর। তাই মধুবনী নিজেকে অভিনয়ের দুনিয়া থেকে কিছুটা হলেও সরিয়ে রেখেছেন ছেলেকে বড় করার জন্য। তবে স্বল্প দিনের চরিত্রে মাঝে মধ্যেই অভিনেত্রীকে দেখা যায়। তাছাড়াও নিজের পার্লারের ব্যবসা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি ও রাজা সম্প্রতি ব্যাগের ব্যবসাও শুরু করেছেন। এইসবের পাশাপাশি নিয়মিত ভ্লগিং করেনও তারকা দম্পতি। তবে এই সব নিয়ে মাঝে মাঝেই তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মধুবনীকে সন্তানের জন্য কেরিয়ার ছাড়া নিয়ে তাঁর বক্তব্য, তাঁর সাজ, তাঁর ব্যবসার প্রচার ইত্যাদি নানা কারণে মাঝে মাঝেই ট্রোলের শিকার হতে হয়। তবে তা নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন মধুবনী। তুলোধনা করেছিলেন নেটিজেনদের। আর এবার তাঁদের আয়ের পরিমাণ নেটিজেনদের সামনে তুলে ধরে রাজা দিলেন কড়া জবাব।
আরও পড়ুন: ছবিতে কাজ করার জন্য দেব কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলেন! তারপর নায়িকা কী করেছিল জানেন?
তিনি বৃহস্পতিবার একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে তাঁর ও মধুবনীর একটি ছবি ভাগ করে নেন। সঙ্গে তাঁদের স্যোশাল মিডিয়ায় রিল পোস্ট করে কত আয় তার ড্যাশবোর্ডের একটা ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন অনুরাগী বিশেষ করে ট্রোলারদের সঙ্গে।
ছবি দুটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আমি আবারও বলছি বন্ধুরা, ট্রোল করলে লাভ আমাদেরই হবে। ভালোবাসার শক্তি ঘৃণার থেকে বেশি হয়। ভাবছ হেবি বাঁশ দিলাম, আসলে লাভটা আমাদেরই হয়। দেখ একটা ৩০ সেকেন্ডের এর ছোট্ট রিল কত টাকা দিতে পারে দেখ। ৪৫৩ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,৫০০ টাকা। ভুলভাল কমেন্ট না করে ভালো কন্টেট বানাও মানুষ তোমাদেরও ভালোবাসবে। আমার থেকেও বেশি ফলোয়ার্স হবে তোমাদের হবে। আমিও তোমাদের ভিডিয়ো লাইক আর শেয়ার করবো। তোমাদের সকলের উপর যেন ভগবানের আশীর্বাদ থাকে এই কামনাই করি।’ তাঁর এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন।
আরও পড়ুন: ‘কোন গোপনে মন ভেসেছে’ কি শেষ হয়ে যাচ্ছে? 'সব কিছুর একটা শেষ থাকে…', যা বললেন পর্দার 'শ্যামলী' শ্বেতা