Loveyapa Box Office Collection Day 2: প্রদীপ রঙ্গনাথনের হিট ২০২২-এর ছবি লাভ টুডে-র হিন্দি রিমেক হল ‘লাভিয়াপ্পা’। অদ্বৈত চন্দন এই ছবি শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে। জান যাচ্ছে, জুনেদ খান ও খুশি কাপুর অভিনীত এই ছবিটি এখনও পর্যন্ত এদেশ থেকে প্রায় ২.৩১ কোটি টাকা আয় করেছে।
‘লাভিয়াপ্পা’ বক্স অফিস
Sacnilk-এর রিপোর্ট অনুসারে মুক্তির দিন ‘লাভিয়াপ্পা’ এদেশে মোট ১.১৫ কোটি টাকা নেট এবং গ্রস ১.৩৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে, এটা দেশীয় বক্স অফিসে প্রায় ১.১৬ কোটি টাকা আয় করেছে। ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২.৩১ কোটি টাকা। এই ছবির সকালের শোগুলির ৬.০৯% এবং বিকেলে ১৪.৯% দখল করেছে। এই ছবিটির সঙ্গে বক্স অফিসে টক্কর চলছে হিমেশ রেশমিয়ার 'ব্যাডঅ্যাস রবিকুমার' এর সঙ্গে। যেটি প্রথম দিনে প্রায় ২.৭৫ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ১.৯৯ কোটি টাকা আয় করেছে। এই ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৪.৭৪ কোটি টাকা। যদিও 'ব্যাডঅ্যাস রবিকুমার' ছবিটি 'লাভিয়াপ্পা'র মতো অত বেশি প্রচারের আলোতেও আসেনি।
‘লাভিয়াপ্পা’ নিয়ে কী বলেছেন আমির খান?
সুপারস্টার আমির খান তাঁর ছেলে জুনেদের থিয়েট্রিক্যাল ডেবিউ 'লাভিয়াপ্পা'র প্রচারে বেশ ব্যস্ত। ‘মহারাজা’র ছবির হাত ধরে OTT-র দুনিয়ায় পা রেখেছিলেন জুনেদ খান। সংবাদ সংস্থা ANI-কে তিনি খুশি কাপুরের সঙ্গে তাঁর মা প্রয়াত শ্রীদেবীর তুলনা করে বলেন, ‘আমি রাফ কাট (ফাইনাল এডিটের আগে) দেখেছি। এই ছবিটা আমার ভালো লেগেছে। এটা খুবই বিনোদনমূলক একটা ছবি। সেলফোনের দৌলতে আজকাল আমাদের জীবন কেমন হয়ে গেছে। এর কারণে আমাদের জীবনে ঘটে যাওয়া মজার মজার ঘটনাগুলো এখানে দেখানো হয়েছে। সব অভিনেতা-অভিনেত্রীরাই ভালো অভিনয় করেছেন। ছবিতে যখন আমি খুশিকে (কাপুর) দেখি, তখন আমার মনে হচ্ছিল আমি শ্রীদেবীকে দেখছি। ওর যে এনার্জি সেটা খুশির মধ্যে আমি দেখতে পেয়েছি। আমি শ্রীদেবীর ভীষণ ভক্ত।’