Lata Mangeshkar: শোনা যায় প্রেম ছিল দুঙ্গারপুরের মহারাজের সঙ্গে! করেননি বিয়ে, তবুও কেন সিঁথিতে সিঁদুর পরতেন লতা? Updated: 07 Feb 2025, 04:15 PM IST Tulika Samadder লতা মঙ্গেশকর চলে যাওয়ার পরেও যেন বাঙালির মননে জীবন্ত তিনি। প্রয়াত গায়িকাকে নিয়ে জানার ইচ্ছে আজও বেশি মানুষের মনে। গায়িকার প্রাণাধিক প্রিয়, অভিনেত্রী তাবাসসুম একবার জানিয়েছিলেন, কার নামের সিঁদুর সিঁথিতে লাগতেন লতা।