বাংলা নিউজ > বায়োস্কোপ > Kothamrito: 'কথামৃত'র জয়জয়কার, কৌশিক-অপরাজিতার ছবির ঝুলিতে পরপর চারটি পুরস্কার
পরবর্তী খবর
Kothamrito: 'কথামৃত'র জয়জয়কার, কৌশিক-অপরাজিতার ছবির ঝুলিতে পরপর চারটি পুরস্কার
1 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2022, 11:24 AM ISTPriyanka Bose
Kothamrito: হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল- আয়না। বেস্ট ফিল্ম, বেস্ট অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, বেস্ট ডিরেক্টর জিৎ চক্রবর্তী, বেস্ট অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতে পরপর চারটি পুরস্কার এসেছে 'কথামৃত'-র ঝুলিতে।
কথামৃত-র জয়জয়কার
পরপর চারটি পুরস্কার ‘কথামৃত’-র ঝুলিতে। ছবির পরিচালনায় জিৎ চক্রবর্তী। গত ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্য়ায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবি। মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।
হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল- আয়না। বেস্ট ফিল্ম, বেস্ট অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, বেস্ট ডিরেক্টর জিৎ চক্রবর্তী, বেস্ট অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এই ছবি। নানা ফিল্ম ফেস্টিভালে পুরস্কার নিয়ে ঝুলি ভরছে ‘কথামৃত’।
ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য। একজন বোবা (কথা বলতে না পারা) মানুষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলি। সেই ডাইরির নাম ‘কথামৃত'। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতাকে।