বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiran-Aamir: 'কখনও বড়সড় ঝামেলা হয়নি', ডিভোর্সের তিন বছর পার, তবুও আমিরের উপর কী কী প্রভাব আছে কিরণের?
পরবর্তী খবর
Kiran-Aamir: 'কখনও বড়সড় ঝামেলা হয়নি', ডিভোর্সের তিন বছর পার, তবুও আমিরের উপর কী কী প্রভাব আছে কিরণের?
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 11:01 PM ISTSubhasmita Kanji
Kiran Rao-Aamir Khan: বিচ্ছেদ হয়েছে কয়েক বছর আগেই। তবুও তাঁদের মধ্যে এখনও বেশ সুসম্পর্ক। এবার নিজেদের সম্পর্ক নিয়ে কী বললেন কিরণ রাও এবং আমির খান?
আমিরের উপর কী কী প্রভাব আছে কিরণের?
সামনেই মুক্তি পেতে চলেছে কিরণ রাও পরিচালিত ছবি লাপাতা লেডিজ। বর্তমানে সেই ছবির জমিয়ে প্রচার করছেন আমির খানের প্রাক্তন স্ত্রী। আর তখনই তাঁর এবং আমিরের সম্পর্ক নিয়ে কথা বললেন তিনি।
আমিরের সঙ্গে সম্পর্ক কেমন কিরণ রাওয়ের?
২০২১ সালে বিচ্ছেদের কথা ঘোষণা করেন কিরণ রাও। তবে ডিভোর্স হলেও বর্তমানে দারুণ সম্পর্ক তাঁর এবং আমির খানের। সেই প্রসঙ্গে কথা উঠতেই কানেক্ট এফএম কানাডাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁদের সম্পর্ক নাকি এই বৈবাহিক সম্পর্কের থেকে অনেক বেশি। কিরণের কথায়, 'আমাদের প্রেমটা খুব স্বাভাবিক ভাবেই হয়েছিল। আমরা যখন সঙ্গী হই, বিয়ে করি তখনও আমরা একে অন্যের সঙ্গে কাজ করেছি। এই বৈবাহিক সম্পর্কের উর্ধ্বে গিয়ে আমরা একে অন্যকে বুঝি। ক্রিয়েটিভ ভাবে আমরা একে অন্যের খুবই কাছের। বেশ কিছু বিষয়ে আমাদের দারুণ ভাবে মত মেলে।'
তিনি আরও জানান, 'আমাদের মধ্যে একটা সৎ সম্পর্ক ছিল। এটা কেউ চাইলেও মুছে ফেলতে পারবে না। সব সম্পর্ককে ওভাবে সামাজিক ভাবে তকমা দেওয়া যায় না। অনেকেই ভাবে দুজন ডিভোর্সী মানুষের ভালো সম্পর্ক হতে পারে না। একসঙ্গে কাজ করতে পারে না, এক বাড়িতে থাকতে পারে না।'
কিরণ রাও তাঁর এবং আমিরের সম্পর্কের বিষয়ে জানিয়ে বিস্তারিত ভাবে বলেন 'ও আমার মতামত খুব গুরুত্ব দিয়ে শোনে। আমার প্রভাব আছে ওর উপর অনেকটাই। ও নিজের মতো পথ চললেও আমার কথাকে গুরত্ব দেয়।' এদিন তিনি আরও জানান তাঁদের সেই অর্থে কখনই খুব একটা বেশি ঝগড়া হয়নি। বড় ঝামেলা হয়নি।