বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushambi Chakraborty: ‘মিঠাই’ সৌমিতৃষা অতীত! নতুন বেস্টফ্রেন্ড পাতালেন কৌশাম্বি, আক্রমণ নেটপাড়ার
পরবর্তী খবর
Kaushambi Chakraborty: ‘মিঠাই’ সৌমিতৃষা অতীত! নতুন বেস্টফ্রেন্ড পাতালেন কৌশাম্বি, আক্রমণ নেটপাড়ার
1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 10:23 AM ISTTulika Samadder
মিঠাই-য়ের শুরুর দিকে বেশ ভাব ছিল সৌমিতৃষা আর কৌশাম্বির। যদিও বছরখানেক যেতে না যেতে একে-অপরকে আনফলো করে দেন সোশ্যাল মিডিয়া থেকে। এবারে কে জুড়ল কৌশাম্বির বন্ধুত্বের তালিকায়?
সৌমিতৃষা অতীত, কৌশাম্বির নতুন বন্ধু কে?
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করলেও, নেটপাড়ায় খুব জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। বিশেষ করে মিঠাই-নায়ক আদৃত রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে। আপাতত ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে কৌশাম্বিকে। কেন্দ্রীয় চরিত্র না হলেও নায়কের বিধবা বউদি পারোমিতার রোলে এর মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইনস্টায় পারোমিতার বেশে নতুন ছবি আপলোড করতেই ধেয়ে এল কটাক্ষ।
কৌশাম্বি ছবিগুলি শেয়ার করেছেন ‘ফুলকি’-র নায়িকা দিব্যাণী মণ্ডলের সঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে, দুজনের গলায় গলায় বন্ধুত্ব। আর এতেই খচল নেটপাড়ার বড় একটা অংশ। একজন কমেন্টে লিখলেন, ‘আগে সৌমিতৃষার সঙ্গেও খুব মিল ছিল কিন্ত এখন… স্বার্থপর কৌশাম্বি।’ আরেকজন লিখলেন, ‘দিব্যাণী কদিন বন্ধু থাকে দেখতে চাই। যত ঢং।’ আরও পড়ুন:‘বউ মানেই টেনশন…!’, এখনও হয়নি নবনীতার সঙ্গে ডিভোর্স, নতুন কথা জিতুর মুখে
মিঠাই ধারাবাহিকের ‘হল্লা পার্টি’-তে নাকি ফাটল ধরে বছরখানেকের মধ্যেই। যে ছাপ পড়েছিল ইনস্টাগ্রামেও। আদৃত আর সৌমিতৃষার মধ্যে বেশ কয়েকবার ঝগড়ার খবর সামনে এসেছে। তবে শুরুর দিকে সৌমিতৃষা আর কৌশাম্বির বন্দুত্ব ছিল বেশ। সোশ্যাল মিডিয়ায় এহেন ভালোবাসা মাখানো ছবিও বেশ চোখে পড়ত। তবে আনফলো করে দেন একসময় দুজন-দুজনকে। পিছনের কারণ নিয়ে কেউই কখনও মুখ খোলেননি। যদিও সেই সময় রটে গিয়েছিল আদৃতকে নাকি মন দিয়ে বসেছেন সৌমিতৃষা আর কৌশাম্বি দুজনেই। এদিকে আদৃত পছন্দ করেন কৌশাম্বিকে। আর তার জেরেই নাকি গণ্ডগোল। আরও পড়ুন:প্রথমে বউকে বিছানায় ধর্ষণ পরাগের! এবার পাড়ার ফাংশনে নাচায় শিমুলকে চড় শাশুড়ির
তবে, চাপা থাকেনি কৌশাম্বি আর আদৃতের প্রেম। মিঠাই-শেষে দিদি নম্বর ১-এর মঞ্চে দাঁড়িয়ে পর্দার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসার কথা খানিক স্বীকারও করে নেন ‘দিদিয়া’ কৌশাম্বি। জানান, বাড়িতেও মেনে নিয়েছে তাঁদের সম্পর্ক। এরপর সোশ্যাল মিডিয়াতে একে-অপরের সঙ্গে জন্মদিন স্পেশাল ছবি শেয়ারও হয় চলতি বছরে। আরও পড়ুন: হলে রমরমা, আমির খানের দঙ্গলের রেকর্ড ভাঙল সানি! গদর ২-এর ১২ দিনের আয় কত?
কাজের সূত্রে, কৌশাম্বিকে ফুলকি-তে দেখা গেলেও আদৃতের নতুন প্রোজেক্টের খবর নেই আপাতত। আর ‘মিঠাই’ সৌমিতৃষাকে দেখা যাবে প্রধান সিনেমায়, দেবের বিপরীতে। টলিপাড়ার বিখ্যাত ‘টনিক’ টিমে যোগ দিয়েছেন তিনি। ছবিতে আরও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আর সাবিত্রী চট্টোপাধ্যায়। সিনেমা মুক্তি পাওয়ার কথা ডিসেম্বরে।