গত ১৮ নভেম্বর একটি রক্তে ভেজা তোয়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাশ্মীরা শাহ একটি দুর্ঘটনার কথা সকলকে জানিয়েছিলেন। কাশ্মীরার ছবি দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগ নিয়েছিলেন তাঁর ভক্তরা। কাশ্মীরার শরীর এখন কেমন আছে, সে কথাই সংবাদমাধ্যমকে এবার জানালেন ক্রুষ্ণা অভিষেক।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে ক্রুষ্ণা বলেন, ‘কাশ্মীরা বেশ ভালোই আঘাত পেয়েছেন। কাঁচের টুকরোয় আঘাত পেয়ে নাক একেবারে কেটে যায়।একটি মলে আয়নার সঙ্গে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।তবে ও এখন অনেকটাই সুস্থ।’
আরও পড়ুন: বাবা রোম্যান্টিক হিরো, আর ছেলে কিনা কমিক! একঘেয়ে চরিত্র করে করে ক্লান্ত তুষার?
আরও পড়ুন: গান শেখা না ভাইরাল হওয়ার চেষ্টা করছে', নাম না করে কাদের বিদ্রুপ করলেন শিল্পা?
ক্রুষ্ণা আরও বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে কাশ্মীরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কয়েকদিন ও কিছু বলতে পারেনি। তবে অবশেষে নাক কেটেই বাড়ি ফিরল ও ( মজার ছলে)।’
কাশ্মীরা নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। বড় কিছু ঘটতে পারতো, আমি এখন অনেকটাই সুস্থ। আশা করি কোনও দাগ থাকবে না।’
আরও পড়ুন: দিদি সারার দেখানো পথেই হাঁটছেন সইফ-পুত্র! পাপারাৎজিদের দেখেই 'ঢিপ' করে করলেন প্রণাম
আরও পড়ুন: ‘মাঝে মাঝে কিছু না করাও ভালো..’ হঠাত এমন কেন বললেন তাপসী পান্নু?
প্রসঙ্গত, দুর্ঘটনার সময় স্বামী এবং সন্তানরা কাশ্মীরার কাছে ছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন আমেরিকায়, তবে কাশ্মীরার এই দুর্ঘটনার পর তড়িঘড়ি সকালে ফিরে আসেন মুম্বই।