বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম। তিনি একসময় অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ফিল্মি পরিবার থেকে হলেও, সিনেমায় পা রাখা করিশ্মার জন্য ততটা সহজ ছিল না! কারণ একটা সময় কাপুর পরিবারের নিয়ম ছিল, মেয়ে-বউরা কাজ করতে পারবেন না সিনেমায়।তবে সববাধা কাটিয়ে, বলিউডে কাজ করা শুরু করিশ্মা কাপুরের। এবং ধীরে ধীরে নিজের নাম করেন সিনেমার জগতে। শোনা যায়, করিশ্মার এই সিদ্ধান্তে তাঁর বাবা রণধীর কাপুর তো বটেই, খুশি ছিলেন না কাকা ঋষি কাপুরও। এমনকী, বাড়ির মেয়েকে সুইমস্যুটে দেখে নাকি খুব রাগারাগিও করেছিলেন রণবীর কাপুরের বাবা।
আরও পড়ুন: মানসী-শুভজিৎদের ফেললেন পিছনে, ইন্ডিয়ান আইডলের ফাইনালে কোন প্রস্তাব পেলেন স্নেহা?
সুইম স্যুটে করিশ্মাকে দেখে রেগে যান ঋষি কাপুর?
একবার স্টারডাস্টকে দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা কথা বলেছিলেন এই নিয়ে। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর কাকা ঋষি কাপুর কি কখনো তাঁর সুইমিং স্যুট পরার বিরোধিতা করেছিলেন? এর উত্তরে কারিশ্মা বলেছিলেন, 'লোকে যখন আমার 'প্রেম কয়েদি' ছবিটি দেখে থিয়েটার থেকে বেরিয়েছে, তখন কারও সুইমিং কস্টিউমের কথা মনেও পড়েনি। সবাই আমার অভিনয় নিয়েই কথা বলছিল।'
আরও পড়ুন: বাঙালি হলেও, বাংলায় সেভাবে থাকেননি শ্রেয়া! কোথায় বড় হওয়া, পড়তেন কোন স্কুল-কলেজে
সুইম স্যুট পরায় কী খারাপ আছে?
করিশ্মা আরও বলেছিলেন ঋষি কাপুর সম্পর্কে, 'সত্যি বলতে, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার বাবা-মা কী অনুভব করেন এবং কী ভাবেন। যদি তাদের কোন আপত্তি না থাকে, তাহলে অন্য কারও কেন থাকবে? লোক কী চেয়েছিল, আমি কী করব! শাড়ি পরে পুলে ঝাঁপ দেব? এটা কতটা বোকামি!'
করিশ্মা নিজের বক্তব্যে আরও যোগ করেছিলেন, ‘আর সবচেয়ে বড় কথা, সুইমিং স্যুট পরায় কী খারাপ আছে? অন্য সাধারণ কিশোরীরা কি এটা পরে না?’