বাংলা নিউজ > বায়োস্কোপ > Karar Oi Louho Kopat-AR Rahman: 'গানটার আত্মাকে খুন করেছে', রহমানের তৈরি কারার ওই লৌহকপাট শুনে ক্ষুব্ধ নেটপাড়া
পরবর্তী খবর
Karar Oi Louho Kopat-AR Rahman: 'গানটার আত্মাকে খুন করেছে', রহমানের তৈরি কারার ওই লৌহকপাট শুনে ক্ষুব্ধ নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 05:40 PM ISTSubhasmita Kanji
Karar Oi Louho Kopat-AR Rahman: কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই গানটিকেই এবার ব্যবহার করা হল পিপ্পা ছবিতে। অ্যারেঞ্জ করলেন এআর রহমান।
রহমানের তৈরি পিপ্পার কারার ওই লৌহ কপাট শুনে ক্ষুব্ধ নেটপাড়া
বাংলার এমন কিছু গান আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। আর এই গানগুলির অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট। তার প্রতিটা কথা, সুর ভাবায়, মনে ছাপ ফেলে। এবার সেই গানকেই ব্যবহার করা হল আসন্ন হিন্দি ছবি পিপ্পায়। এআর রহমান গানটিকে নতুন ভাবে এই ছবির জন্য অ্যারেঞ্জ করেছেন। কিন্তু সেটা শুনে মোটেই খুশি নন কেউ।
পিপ্পা ছবিতে কারার ওই লৌহ কপাট
রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি পিপ্পা আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে ওটিটি মাধ্যমে। ইতিমধ্যেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির গানও। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি। এটির অ্যারেঞ্জমেন্ট করেছেন অস্কারজয়ী এআর রহমান। গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু এই গান মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ভীষণই বিরক্ত হয়েছেন।