২০২৬ সালে আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর। প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গত ২ বছর তিনি কোনও ছবি পরিচালনা করেননি। তাই আগামী বছর নতুন ভাবে নতুন আঙ্গিকে ফিরতে চলেছেন তিনি। তবে এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, পরিচালক বলবেন পুরনো দিনের গল্প।
রবিবার ইনস্টাগ্রামে করণ একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে সাদা শার্ট পরে সমুদ্রের মধ্যে সময় কাটাতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে তিনি যা লিখেছেন, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে আগামী বছর একটি নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
ছবিটি পোস্ট করে করণ লেখেন, ‘সূর্য, সমুদ্র, স্পষ্ট, গত বছরটি ছিল আমার অভ্যন্তরীণ পুনর্মূল্যায়ন এবং প্রকাশের বছর। আমার জীবনের নতুন সংস্করণের সূচনা হতে চলেছে, যেখানে আপনি আপনার মধ্যেই যা সত্যিই তা অনুভব করার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন।’
করণ লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাবো? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’
সবশেষে পরিচালক লেখেন, ‘আমি শুধু একটি দিন নয় প্রত্যেক মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি। তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। দেখা হবে।’
পরিচালকের এই ফিরে আসার কথা শুনে ভীষণ খুশি ভক্তরা। অনেকেই বলেছেন, পুরনো দিনের স্টাইলের ছবির এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন তাই পরিচালকের ফিরে আসা উচিত। কেউ কেউ আবার করণ জোহরের পুরনো ছবিগুলির কথাও উল্লেখ করেছেন।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
প্রসঙ্গত, চলতি বছর রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি ওর রানি কী প্রেম কাহিনি’ ছবিটি জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পরিচালক হিসাবে এই সম্মানে সম্মানিত হয়ে ভীষণ খুশি করণ, আর তাই এবার শুধু প্রযোজনা নয় আবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি।