চলতি বছর জন্মদিনটা মলদ্বীপে কাটিয়েছেন ক্যাটরিনা কাইফ। সেখানে জমজমাট জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল পরিবার এবং ঘনিষ্ঠরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মলদ্বীপে ছুটি উপভোগের একাধিক ছবিও পোস্ট করেছিলেন ক্যাটরিনা।
এই জন্মদিন পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজও। হাজির ছিলেন ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেল। পেশায় তিনি মডেল। লন্ডনে থাকেন। তাঁকে শেষবার মুম্বই এবং রাজস্থানে দেখা গিয়েছিল গত বছর ক্যাটরিনার বিয়ের সময়। এরপরই গুঞ্জন চাউর হয়েছিল, ইলিয়ানা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানকে ডেট করছেন। সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়েছেন করণ জোহর। আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র মুক্তির ক্ষেত্রে সুন্দর পরিবেশ', বিতর্কের মাঝে মুখ খুললেন আলিয়া
টক শো 'কফি উইথ করণে' করণ সদ্য ফাঁস করেছেন, ক্যাটরিনার পরিবারের সঙ্গে ইলিয়ানার সম্পর্ক রয়েছে। করণ বলেছেন, ‘মালদ্বীপ ভ্রমণের কিছু ছবি ছিল এবং আমি মনে মনে ভাবছিলাম- এই দুজনকে প্রথমবার একসঙ্গে দেখছি এবং তারপরই আমি বুঝতে পারলাম সবকিছু খুব দ্রুত এগিয়েছে।’
করণের মুখে এ কথা শুনে হাসতে শুরু করেন ক্যাটরিনা, বলেন তিনিও করণের চারপাশের অনেক কিছু লক্ষ্য করেন। উল্লেখ্য, মলদ্বীপ থেকে ফেরার পর সেবাস্তিয়ানের সঙ্গে নেটমাধ্যমে এতটিও ছবিই শেয়ার করেননি ইলিয়ানা। সেবাস্তিয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট করা। আরও পড়ুন: দূরদর্শনের ‘মহিষাসুরমর্দিনী’কে মনে আছে! এখন কোথায় আছেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়?