বাংলা নিউজ > বায়োস্কোপ > Tasnia Farin Marriage: নতুন বউ ‘কারাগার’-এর তাসনিয়া ফারিণ! স্বামীর বুকে মাথা রেখে দিলেন ছবি, কে পাত্র?
পরবর্তী খবর
Tasnia Farin Marriage: নতুন বউ ‘কারাগার’-এর তাসনিয়া ফারিণ! স্বামীর বুকে মাথা রেখে দিলেন ছবি, কে পাত্র?
1 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2023, 09:23 AM ISTTulika Samadder
১১ অগস্ট চার হাত এক হল বাংলাদেশের অভিনেত্রী, কারাগার-খ্যাত তাসনিয়া ফারিণের। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সুখবর জানালেন অভিনেত্রী।
কলেজের প্রেমিককে বিয়ে করলেন তাসনিয়া ফারিণ।
বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওটিটি ওয়েব সিরিজ কারাগের কাজ করে জনপ্রিয়তা পান তিনি দুই পার বাংলাতেই। সোমবার বিয়ের ছবি শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমে। সঙ্গে লম্বা পোস্ট।
নিজের ব্যক্তিগত সম্পর্ককে এতদিন প্রচারের বাইরেই রেখেছিলেন তাসনিয়া। তবে সোমবার বিয়ের পর তুললেন সেই আড়াল। স্বামীর বুকে মাথা রেখে ছবি দিলেন অন্তর্জালে। কনের সাজে সেজে চোখ ধাঁধালেন সকলের। ফেসবুকে সগর্বে ঘোষণা, ‘বিয়ে করেছেন তিনি’। আরও পড়ুন: মেষ থেকে মীন: চলতি সপ্তাহে এই রাশি জিততে পারে লটারি, ভাগ্যদেবী থাকেবে প্রসন্ন
তাসনিয়া তাঁর দীর্ঘ পোস্টে লিখলেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব, একসঙ্গে থাকা, অবশেষে পরিণতি পেল ১১ অগস্ট। তোমার সঙ্গে আলাপ বহুদিনের, তবুও তোমার সামনে এলেই আমার হৃদয় এখনও সেই আগের মতোই আন্দোলিত হয়। তোমার মধ্যে শান্তি খুঁজে পাই আমি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের জগত বানিয়েছি। কলেজে থাকতে আমার সঙ্গে তোমার পরিচয় তখন আমি ক্যামেরার সামনেও আসিনি। তোমার সামনেই আমার জীবন বদলেছে। তুমি ছায়ার মতো সঙ্গ দিয়ে গিয়েছ আমায়। সবসময় অনুপ্রেরণা যুগিয়ে গিয়েছ। তুমি তো আমার ফিল্ডেরও নও। তাতেও কোনওদিন সাপোর্ট কমেনি। আমাদের দুজনেরই প্রধান্য আমাদের সম্পর্ক, কিন্তু ফোকাস আমাদের কাজ।’ আরও পড়ুন:‘কেউ একজন এগিয়ে আসুক…!’, জিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাফ জবাব দেবের
সব শেষে তাসনিয়া জানান, খুব কাজের পরিবারকে নিয়ে হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। হুট করেই সব আয়োজন হয়েছে, কারণ তানসিয়ার স্বামীকে বিদেশে যেতে হবে। সেখান থেকে ফিরলে ঘটা করে দেবেন রিসেপশন পার্টি যাতে আমন্ত্রিত থাকবেন বন্ধু ও কলিগরা। আরও পড়ুন: ‘তুমি কতবার পড়ে গেলে…!’, নবনীতার পরকীয়ার গুঞ্জনে কী তাহলে সহমত জিতুরও?
সোশ্যাল মিডিয়ায় স্বামীর নামও জানিয়েছেন তাসনিয়া, নাম শেখ রেজওয়ান। কর্মসূত্রে যিনি বাংলাদেশের বাইরে থাকেন। তবে স্বামীর পুরো মুখ ছবিতে দেখাননি। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানান তাঁর অনুরাগীরা।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ ছাড়াও ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতেও কাজ করেছেন। এই ছবির প্রচারে তিনি এসেছিলেন কলকাতাতেও।