বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘একেবারেই বেহায়া’ দুর্ঘটনার পর প্রাক্তন সংসার টানতে ফের পরাগকেই বিয়ে করবে শিমুল! প্রোমো প্রকাশ্যে আসতেই বিরক্ত দর্শকরা
পরবর্তী খবর
‘একেবারেই বেহায়া’ দুর্ঘটনার পর প্রাক্তন সংসার টানতে ফের পরাগকেই বিয়ে করবে শিমুল! প্রোমো প্রকাশ্যে আসতেই বিরক্ত দর্শকরা
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 07:56 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই মিলল চমক। কিন্তু একি! এত বিরক্ত কেন দর্শকরা?
দুর্ঘটনার পর প্রাক্তন সংসার টানতে ফের পরাগকেই বিয়ে করবে শিমুল!
পরাগ দুর্ঘটনার কবলে পড়ে এখন হাসপাতালে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মিথ্যে বলে বন্ড সই করে প্রাক্তন বরকে বাঁচিয়েছে শিমুল। কিন্তু তারপর? দুর্ঘটনার পর যে পরাগ শয্যাশায়ী। এবার কে টানবে মধুবালা দেবীর সংসার?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
জি বাংলার তরফে এদিন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল। আর তাতেই মিলল ভরপুর চমক। দুর্ঘটনার পর সুস্থ হয়ে বাড়ি ফিরল পরাগ। কিন্তু তবুও সে বিছানায়। এদিনের পর্বে আভাস মিলেছে যে পরাগের পায়ে কিছু একটা হয়েছে। কিন্তু কী, সেটা স্পষ্ট নয়। এমন অবস্থায় বাড়ির একমাত্র রোজগেরে সদস্য বিছানায় পড়ে যাওয়ায় অকূল পাথারে পড়েন মধুবালা দেবী। বাধ্য হয়ে হাতেপায়ে ধরে বউ শিমুলের। প্রাক্তন শাশুড়ির এমন অবস্থা দেখে পরাগের স্কুলের প্রিন্সিপালের দ্বারস্থ হয় শিমুল। আবেদন করে একটা চাকরি দেওয়ার।
আর সেই প্রস্তাব শুনেই পরাগের স্কুলের প্রিন্সিপাল জানান তিনি চাকরি দিতে পারেন, তবে পরাগের আইনত স্ত্রীকে। এমন অবস্থায় শিমুল কি আবারও শতদ্রুর হাত ছেড়ে বিয়ে করবে পরাগকে?
কে কী বলছে?
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই হেসে গড়িয়ে পড়ছে দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'শিমুল হল বেহায়া, সুতরাং সম্পর্কে জড়ালেও অবাক হওয়ার কিছু নেই! জঘন্য সিরিয়াল।' আরেকজন লেখেন, 'যাক এই সুযোগে বরের চাকরিটা হাতিয়ে নিতে পারল। আগেও বরের টাকাতেই বসে বসে খেত আর বাইরে প্রেমিক নিয়ে ফুর্তি করতো আর এখন তো পুরো চাকরিটাই মহান সাজার নাম করে হাতিয়ে নেবে। তা ও কি স্কুলে গিয়ে পড়াশোনা শেখাবে? নিজে তো জন্মেও পড়াশোনা করত না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এ আবার কেমন কথা চাকরির জন্য পরাগের স্ত্রী হতে হবে। যে কোনও মেয়ে যার বিয়ে হয়নি সে কি চাকরি করছে না?'