মাঝেমধ্যেই নিজের বক্তব্যের কারণে খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী তথা সংসদ কঙ্গনা রানাওয়াত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নীরব নারীবাদী’ বলে উল্লেখ করলেন তিনি। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কোনওরকম প্রদর্শন ছাড়াই যেভাবে নারীদের জন্য লড়ে চলেছেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য।
সম্প্রতি হাউটার ফ্লাইয়ের সঙ্গে কথোপকথন চলাকালীন কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় না মোদীজির থেকে বড় নারীবাদী বলে কেউ আছেন। উনি ক্ষমতায় আসার পরেই শৌচালয় তৈরি করেছেন মেয়েদের জন্য। সবাই হয়তো ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী আসার পর তবেই শৌচালয় তৈরি হয়েছিল।’
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
কঙ্গনা আরও বলেন,'রান্নার জন্য কাঠকয়লার পরিবর্তে গ্যাস ওভেনের ব্যবস্থা করলেন তিনি। মহিলাদের জন্য ব্যাঙ্ক একাউন্টের ব্যবস্থা করলেন, রাজনীতিতে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করলেন। ছোট ছোট মেয়েদের পড়াশুনোর দিকে নজর দিলেন। মহিলাদের জন্য এত কিছু করেও তিনি কখনও জাহির করেন না। নীরবে কাজ করে যান।'
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কঙ্গনা কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি রাজনীতি উপভোগ করতে পারছেন না। প্রচুর কষ্ট করতে হচ্ছে তাকে। অতিরিক্ত খাটনি হয়ে যাচ্ছে। এতটা পরিশ্রম করতে হবে তিনি আশা করতে পারেননি। কঙ্গনার মন্তব্যে যখন বিতর্ক তৈরি হয়েছিল, তখন বিজেপির অন্দরেও তৈরি হয়েছিল অস্বস্তি। অনেকেই মনে করছেন সেই অস্বস্তি কাটানোর জন্যই হয়তো এখন মোদীর গুণগান গাইছেন তিনি।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়া বচ্চনের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। জয়া বচ্চনকে ‘অত্যন্ত অভদ্র মহিলা’ বলে কটাক্ষ করেন কঙ্গনা। যদিও শুধু কঙ্গনা নয়, অমিতাভ বচ্চনের স্ত্রীর ব্যবহার প্রত্যেক মানুষেরই খারাপ লেগেছিল।
উল্লেখ্য, কঙ্গনা বিজেপির হয়ে প্রথম রাজনীতিতে প্রবেশ করেছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে মান্ডি আসন থেকে জয়লাভ করেছিলেন তিনি। কংগ্রেস প্রতিদ্বন্দ্বী বিক্রমাদিত্য সিংহের বিরুদ্ধে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন অভিনেত্রী।