প্রেগন্যান্সিতেও চুটিয়ে কাজ করেছেন শ্রীময়ী চট্টোরাজ। তবে সন্তানের জন্ম দেওয়ার মাসখানেক আগে যান বিরতিতে। আর এবার কৃষভির বয়স ৬ মাস হওয়ার আগেই, কাজে যোগ দিলেন শ্রীময়ী চট্টোরাজ।
বেশ ডাকসাঁইটে চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। বুলেট সরোজিনী ধারাবাহিকে তিনি নায়িকার শাশুড়ি। রাগিনী চ্যাটার্জীর চরিত্র যে বেশ ফোকাসে থাকবে, তা প্রোমো থেকেই স্পষ্ট। আর মেগার কাজ মানেই, নিত্য শ্যুটিং, ১২-১৪ ঘণ্টা কাটবে সেটেই। এদিকে কাঞ্চনও ব্যস্ত নিজের অভিনয় নিয়ে। সঙ্গে বিধানসভার কাজও রয়েছে। তাহলে এখন কার কাছে থাকবে কৃষভি।
আরও পড়ুন: ভারতের এই ধনী নায়িকার স্বামী, ৪১৭১ কোটি টাকার বহুজাতিক কোম্পানির সিইও, জেনে নিন তিনি কে, কারই বা বর?
এমনিতেই দিদা অর্থাৎ শ্রীময়ীর মায়ের নয়নের মণি সে। মেয়ের বয়স যখন মাত্র কয়েক মাস, তখন এই একরত্তিকে নিয়েই পেলিং, সিকিম ঘুরে এসেছেন কাঞ্চন আর শ্রীময়ী। সেই সময় অভিনেত্রীর মা হোটেলেই থাকতেন নাতনিকে নিয়ে। আর কর্তা-গিন্নি ঘুরে বেরিয়েছিলেন পাহাড়ের আনাচে-কানাচে। শ্যুটিং শুরু না করলেও, কাঞ্চন ও শ্রীময়ীকে হামেশাই আজকাল দেখা যায় ফিল্মি পার্টি, অ্যাওয়ার্ড শো, সিনেমার প্রিমিয়ারে। আর তখনও কৃষভি থাকে তার দিদার কাছেই।
আরও পড়ুন: ‘একটা মেয়ের ইচ্ছে…’! রিঙ্কুর বয়স ৫১, দিলীপ ৬০, বিয়ের পর বাচ্চা নিতে চান? খোলামেলা জবাব BJP নেতার
কাঞ্চন আনন্দবাজারকে এই প্রসঙ্গে জানালেন, ‘কৃষভি তো আমাদের চেনেই না। ওর কাছে ওর দাদু আর দিদাই সব। আমাদের তো প্রায় সবসময়ই কাজের জন্য বাইরে থাকতে হয়। তাঁরাই আমাদের মেয়েকে সামলাচ্ছেন। আমাদের ও পায় না বললেই চলে।’
কাঞ্চনও তাই একমাত্র মেয়ের দায়িত্ব চোখ বুজে দিয়েছেন দাদু-দিদাকে। ‘ভুল ভুলাইয়া ৩’-এর বাঙালি অভিনেতা জানান, ‘মেয়ে তো ঘুমের মধ্যেও মা আর দিদুনকে খোঁজে। একপাশে থাকবে মা, একপাশে মেয়ে।’
২০২৪ সালের জানুয়ারি মাসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেওয়ার ঠিক ১ মাস পর, ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর মার্চে হয় সামাজিক বিয়ে। আর বিয়ের মাসেই গর্ভে আসে সন্তান। প্রেগন্যান্সিতেই হানিমুন থুরি বেবিমুন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। একসঙ্গে গিয়েছিলেন তাঁরা মলদ্বীপে। সাড়ে ৮ মাসের মাথায়, নভেম্বরে জন্ম হয় কৃষভির। এখনও কৃষভির ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। ৬ মাস পর, পরিবারের নিয়ম মেনে মুখেভাত হলেই, সামনে আনবেন একরত্তিকে।