বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যে সন্তানের জন্ম দিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। অবশ্য সন্তান জন্মের আগে পর্যন্ত সন্তানসম্ভবা হওয়ার খবর গোপন রেখে ছিলেন শ্রীময়ী। তবে ২ নভেম্বর কন্যা সন্তান জন্মের পরই তাঁরা সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই সকলে হিসেব-নিকেষ করতে বসেন। অনেকেই কটাক্ষ করতে শুরু করেন শ্রীময়ী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: '২০২৫-এ দাঁড়িয়ে এরকম অসম্মান সূচক মন্তব্য…'! দেবের 'দুই বাচ্চার মা…' মন্তব্যের পাল্টা জবাব শুভশ্রীর
যদিও সেই সময় অবশ্য শ্রীময়ী স্পষ্ট করেছিলেন যে, দোল পূর্ণিমার পরের দিনই তিনি জানতে পারেন তিনি মা হতে চলেছেন। ভগবানের অসীম আশীর্বাদ ছিল, তাই বিয়ের পরই সন্তান আসার খবর পেয়েছেন তাঁরা। শ্রীময়ীর দাবি করেছিলেন, তিনি নাকি বিয়ের পরই কাঞ্চনকে জানিয়ে দিয়েছিলেন তিনি মা হতে চান। আর প্রথম মাসেই সুখবর পেয়ে যান। তাই তাঁর সন্তান আনপ্ল্যানড বা বিয়ের আগে এসেছে, এসব বলা অযৌক্তিক। কিন্তু ফের এই প্রসঙ্গে মুখ খুললেন শ্রীময়ী।
গণেশ চতুর্থীর দিন টলি ফ্যাক্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ের মুখ কার মতো হয়েছে সে কথা বলতে গিয়ে ফের এই প্রসঙ্গ উস্কে দিয়েছেন নায়িকা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মেয়েটা কাঞ্চনের মতো হয়েছে। বাবার জেরক্স কপি। আর স্বভাবও বাবার মতোই। অন্তঃসত্ত্বা অবস্থায় আমি কাঞ্চনকে বলেছিলাম, ‘যদি আমার মেয়ে হয়, তাহলে তার যেন কোমর থেকে পায়ের অংশটা তোমার মতো হয়। তাহলে হলে একটু স্টিলেটো পরবে।' এটা আমার স্বপ্ন ছিল। তারপর দেখলাম মেয়ে বাবার জেরক্স কপি। আট মাসে না নয় মাসে, বৈধ না অবৈধ প্রমাণ করার জন্য আর কিছু বলতে হবে না। আজীবন বলতে হবে যে ও কাঞ্চনেরই একটা অংশ।'
আরও পড়ুন: বিচ্ছেদ জল্পনা নস্যাৎ করে কাছাকাছি যশ-নুসরত! ইঙ্গিতপূর্ণ ক্যাপশনে সুখী দাম্পত্যের প্রমাণ
এরপর কাঞ্চন বলেন, ‘ছেলে-মেয়ে সমান সমান। আমার কাছে আমার মেয়ে লক্ষ্মীর মতো। কিন্তু কানটা না একটু আমার মতো হচ্ছে। জানি অনেক হেয়ার স্টাইল হবে। আমি খালি বলি, ‘তোর মুখ আমার মতো হোক, কিন্তু কানটা…।’ আর আমার মেয়ের মুখটা শ্রীময়ীর মতো, গোল। সবাই বুঝতে পারে না। ওঁর চোখ আর হাসি দেখে সবাই ভাবে আমার মতো।’
কাঞ্চনকে মুখের কথা শেষ করতে না দিয়েই শ্রীময়ী বলে ওঠেন, ‘যাক পার্মানেন্ট স্ট্যাম্প তোমার। শুভাকাঙ্খী-অশুভাকাঙ্খীরা কেউ কিন্তু মাসের বিচার করতে পারবে না।’ গত বছর কালী পুজোর পর তাঁদের মেয়ে কৃষভির জন্ম হয়েছিল। কিন্তু কাঞ্চন জানান তার আগে দুর্গা পুজোয় চুটিয়ে ঠাকুর দেখেছিলেন শ্রীময়ী। এমনকী কালীপুজোর আগে ভূত চতুর্দশীর দিনও কালী ঠাকুর দেখেছেন কাঞ্চন-পত্নী। তাছাড়াও কৃষভির জন্মের সময় জন্ডিস হয়েছিল নায়িকার। ফলে সবটা মিলিয়ে নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেই কথার সূত্র ধরেই অভিনেতা রসিকতা করে বলেন, ‘তাই তো এত রাগ, এত কষ্ট করেও মেয়ে আমার মতো দেখতে হল।’